শুক্রবার, ২০ মে, ২০১৬, ১২:৩৯:৩৯

তাহলে কি টেনিসকে বিদায় শারাপোভার?

তাহলে কি টেনিসকে বিদায় শারাপোভার?


স্পোর্টস ডেস্ক: সাবেক বিশ্বসেরা নারী টেনিস তারকা রুশ সুন্দরী মারিয়া শারাপোভাকে হয়ত আর টেনিস কোর্টে দেখা যাবে না। ডোপ টেস্টে পজেটিভ প্রমানিত হওয়ায় তার খেলোয়াড়ী জীবন এখানেই শেষ বলে ধারণা করছেন রাশিয়ান টেনিস ফেডারেশনের সভাপতি শামিল টারপিশকেভ।

বৃহস্পতিবার রাশিয়ান টেনিস ফেডারেশনের প্রেসিডেন্ট বলেছেন, ‘হয়তো আর কখনো খেলায় ফিরতে পারবেন না শারাপোভা।’

তাহলে কি আর টেনিসে ফিরবেন না শারাপোভা? এ সম্পর্কে অবশ্য তেমন কিছু বলেননি শারাপোভা। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের আগে ডোপ টেস্টে শারাপোভার দেহে নিষিদ্ধ মেলডোনিয়াম পদার্থের উপস্থিতি প্রমাণ পাওয়া যায়। বিশ্ব ডোপিং প্রতিরোধ এজেন্সি এ বছরের শুরুতে এই ঔষধটি নিষিদ্ধ করেছিল।যে কারণে ১২ই মার্চ থেকে টেনিস থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয় শারাপোভাকে।  

নিজের ভুল স্বীকার করে নিয়ে পাঁচবারের গ্র্যান্ডস্ল্যাম জয়ী শারাপোভা বলেন,‘আমি ডোপ টেস্টে ধরা পড়েছি।এ জন্য ভক্তদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।যে শাস্তি দেয়া হবে তা আগেই মেনে নিচ্ছি। আশা করি, দ্রুতই আবার কোর্টে ফিরে আসবো।’ এখন সময়েই বলে দিবে শারাপোভা আদৌ টেনিসে ফিরবে কি না।
উল্লেখ্য, গত মার্চের পর থেকে শারাপোভার আর টেনিস কোর্টে ফেরা হয়নি।
২০ মে ২০১৬/এমটি নিউজ২৪/তারিকুল/টিআই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে