রবিবার, ২২ মে, ২০১৬, ০৬:১৩:০৮

১৯তম ওভারে মুস্তাফিজ দিলেন মাত্র ৩ রান!

১৯তম ওভারে মুস্তাফিজ দিলেন মাত্র ৩ রান!

স্পোর্টস ডেস্ক : স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় বারের মত আইপিএলে আজ মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স(কেকেআর) ও সানরাইজার্স হায়দরাবাদ। প্লে অফ নিশ্চিত করার জন্য আজ জয়ের কোনো বিকল্প নেই কেকেআরের। অন্যদিকে নিজেদেরকে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে রাখার জন্য জয় প্রয়োজন হায়দরাবাদের। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

আজ হায়দরাবাদের ১১তম ওভারে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে বোলিং আক্রমণে আনেন ওয়ার্নার। মুস্তাফিজের প্রথম বলটি মোকাবেলা করেন মুনিশ পান্ডে। তিনি মুস্তাফিজের প্রথম বল থেকে ২ রান এবং দ্বিতীয় বল থেকে ১ রান নেন। তার তৃতীয় বলে ইউসুফ পাঠান ১ রান নিলে স্ট্রাইক প্রান্তে আসেন আবার মুনিশ পান্ডে। তার চতুর্থ বল থেকে পান্ডে ১ রান নেন। তার পঞ্চম বলে কোনো রান নিতে পারেন নি পাঠান তবে শেষ বল থেকে ১ রান নিয়েছেন তিনি। অর্থাৎ প্রথম ওভারে মুস্তাফিজ মাত্র ৬ রান দিয়েছেন

১৩তম ওভারে আবার মুস্তাফিজের হাতে বল তুলে দেন ওয়ার্নার। মুস্তাফিজের দ্বিতীয় ওভারের প্রথম বল থেকে ৪ রান এবং দ্বিতীয় বল থেকে ১ রান নেন মুনিশ পান্ডে। পরবর্তীতে স্ট্রাইক প্রান্তে আসা ইউসুফ পাঠান তার তৃতীয় বল থেকে ২ রান এবং চতুর্থ বল থেকে ৪ রান এবং পঞ্চম বল থেকে ১ রান নেন। পান্ডের উদ্দেশ্যে মুস্তাফিজের পরের ডেলিভারিটি ছিলো ওয়াইড। তার শেষ বলে পান্ডে ১ রান নেন। অর্থৎ এই ওভারে মুস্তাফিজ ১৪ রান দিয়েছেন মুস্তাফিজ।

দলের ১৭তম ওভারে মুস্তাফিজের বোলিং কোটার তৃতীয় ওভারটি করতে আসেন। মুস্তাফিজের এই ওভারের প্রথম বলে ৪ রান ও দ্বিতীয় বলে ১ রান নেন ইউসুফ পাঠান। মুস্তাফিজের তৃতীয় বল থেকে নিতে পারলেও চতুর্থ বলেই আউট হয়ে গেছেন জেসন হোল্ডার। মুস্তাফিজের পঞ্চম ও ষষ্ঠ বল দুটি মোকাবেলা করেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি মুস্তাফিজের পঞ্চম বল থেকে ২ রান এবং ষষ্ঠ বল থেকে কোনো রানই নিতে পারেন নি। অর্থাৎ এই ওভারে ৮ রান দিয়ে মুস্তাফিজ পেয়েছেন ১টি উইকেট।

১৯ তম ওভারে মুস্তাফিজ নিজের বোলিং কোটার শেষ ওভারটি করেন। তার এই ওভারের প্রথম ২টি বলে কোনো রান নিতে পারেন নি সাকিব। তৃতীয় বলে ১ রান নিতে পেরেছেন। তার চতুর্থ বলে ইউসুফ পাঠান ১ রান নিলে স্ট্রাইক প্রান্তে আবার আসেন সাকিব। তিনি মুস্তাফিজের পঞ্চম বলে ১ রান নিলে আবার স্ট্রাইক প্রান্তে আসেন ইউসুফ পাঠান তিনি মুস্তাফিজের শেষ বল থেকে কোনো রান নিতে পারেন নি। অর্থঅৎ এই ওভারে তিনি দিলেন মাত্র ৩ রান।

সব মিলিয়ে ৪ ওভার বল করে ৩২ রান দিয়ে ১টি উইকেট পেয়েছেন মু্স্তাফিজ।

এই প্রতিবেদন প্রকাশের পূর্ব মুহূর্ত পর্যন্ত ২০ ওভার শেষে  ৬ উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করেছে কেকেআর।
২২ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে