রবিবার, ২২ মে, ২০১৬, ০৮:৩৮:০৫

‘মুস্তাফিজের মতো ক্রিকেটারের জন্য অপেক্ষা করাই যায়’

‘মুস্তাফিজের মতো ক্রিকেটারের জন্য অপেক্ষা করাই যায়’

স্পোর্টস ডেস্ক : আমরা ওকে পর্যাপ্ত বিশ্রাম দিতে চাই, যেন ওর কাছ থেকে সেরাটা পেতে পারি। ভারতেও প্রমাণ করছে সে কতটা ভালো। ওকে দলে নিতে পারাটা ছিল আমাদের জন্য দারুণ ব্যাপার, কারণ আমার মনে হয় না, ভবিষ্যতে এত সস্তায় আমরা ওকে পাব। এই মাপের একজন ক্রিকেটারের জন্য একটু বেশি সময় অপেক্ষা করাই যায়।

বাংলাদেশের কাটার মাস্টার সম্পর্কে ইংল্যান্ডের পত্রিকা আর্গাসকে সাসেক্সের অধিনায়ক লুক রাইট বলেন এসব কথা বলেন।

সাসেক্সের হয়ে মুস্তাফিজের খেলার ব্যাপারে লুক রাইট বলেন, ফিজ অবশ্যই আসছে, আমরা স্রেফ নিশ্চিত করছি কতগুলো ম্যাচ সে খেলবে। আমাদের বুঝতে হবে ওর বয়স খুবই কম। দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে আছে এমন একটা পরিবেশে যেখানে সে ভাষাটা বলতে পারে না। অনেক ম্যাচও খেলেছে সে।

তিনি বলেন,  আমরা যখন ওর ব্যাপারে খোঁজ নিচ্ছিলাম, তখনই লোকে বলেছিল, সে কত বড় ক্রিকেটার হতে যাচ্ছে। কুমার সাঙ্গাকারার মত কেউ যখন বলে যে সে বিশেষ প্রতিভা, তখন সেটা বিবেচনায় নিতেই হয়।

তিনি আরও বলেন, আমরা সবসময়ই জানতাম, দুটি ম্যাচে সম্ভবত সে খেলতে পারবে না। ব্যাপারটি ছিল তাই স্রেফ আরেকটি ম্যাচ সে মিস করছে কি না। অবশ্যই যত বেশি সম্ভব ম্যাচে ওকে পেলে আমাদের ভালো হতো। তার পরও বড় একটা অংশের ম্যাচে ঠিকই পাচ্ছি ওকে।

শুক্রবার শুরু হয়ে গেছে এবারের টি-টোয়েন্টি ব্লাস্ট। প্রথম ম্যাচে গ্লস্টারশায়ারকে ১ রানে হারিয়েছে সাসেক্স। দলের আরেক বিদেশি ক্রিকেটার রস টেইলর ৮ ছক্কায় ৪৮ বলে করেছেন ৯৩ রান।

আইপিএলে ব্যস্ত থাকায় ম্যাচটি এমনিতেও খেলার কথা ছিল না মুস্তাফিজের। দ্বিতীয় ম্যাচ ১ জুন সমারসেটের বিপক্ষে। অনিশ্চিত ছিলেন তিনি ওই ম্যাচেও। এখন সঙ্গে যোগ হচ্ছে আরেকটি ম্যাচ; ৩ জুন সারের বিপক্ষে ম্যাচেও থাকছেন না তরুণ এই সেনসেশন।

তৃতীয় ম্যাচের পর সূচিতে বিরতি আছে সপ্তাহখানেক। ১০ জুন নিজেদের মাঠ হোভে কেন্টের বিপক্ষে ম্যাচে মুস্তাফিজকে পাওয়ার আশা করছেন রাইট।
২২ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে