রবিবার, ২২ মে, ২০১৬, ০৯:৫৫:৪৩

১৪ ম্যাচে ৫৩ ওভারে ৩৫৬ রান দিয়ে আইপিএলে মুস্তাফিজের উইকেট ১৬

১৪ ম্যাচে ৫৩ ওভারে ৩৫৬ রান দিয়ে আইপিএলে মুস্তাফিজের উইকেট ১৬

স্পোর্টস ডেস্ক: প্রথমবারের মতো আইপিএল খেলছেন। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাঠ মাতাচ্ছেন তিনি। আর আইপিএলের অভিষেক আসরেই বোলিংয়ে শীর্ষে উঠে আসার সুযোগ চলে এসেছে মুস্তাফিজের সামনে।

কিন্তু সেই সুযোগটা  বাস্তবায়ন হচ্ছে না। কখনও হয়তো ফিল্ডারদের ক্যাচ মিচের কারণে। আবার হয়তো আম্পায়ারদের ভুল সিদ্ধান্তের কারণে।
 
১৪ ম্যাচে ১৬ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় এখন মুস্তাফিজের অবস্থান ৪র্থ। সতীর্থরা ক্যাচ মিস না করলে হয়তো শীর্ষস্থানে মুস্তাফিজের নামই দেখা যেত। তবে এখনও শীর্ষে ওঠার সুযোগ শেষ হয়ে যায়নি।

শীর্ষস্থান ধরে রাখতে পারলে আরও ম্যাচ খেলার সুযোগ পাবে হায়দরাবাদ। দ্বিতীয়স্থানে থাকলেও ৩টি ম্যাচ (যদি ফাইনালে যেতে পারে) খেলার সুযোগ পাবে। সেই ক্ষেত্রে হয়তো বা শীর্ষে উঠে আসতে পারেন এ টাইগার বোলার।
 
রোববার কলকাতার বিপক্ষে ম্যাচে ১ উইকেট পেয়েছেন মুস্তাফিজ। তবে বেশ কিছু সুযোগ সৃষ্টি হয়েছিল তার বলে। আর এদিন আইপিএলে মুস্তাফিজের পূর্ণ ১৪ তম ম্যাচ। এই ১৪টি ম্যাচে খেলে কাটার মাস্টার সর্বমোট রান দিয়েছেন ৩৫৬ এবং উইকেট পেয়েছেন ১৬টি।  

এবারের আইপিএলে ১৬ উইকেট নিয়ে তৃতীয়স্থানে চাহাল। তবে তিনি ম্যাচ খেলেছেন ১০টি। আর মুস্তাফিজের সতীর্থ ভুবনেশ্বর ১৮ উইকেট নিয়ে শীর্ষে চলে এসেছেন। দ্বিতীয়স্থানে রয়েছেন ম্যাকলুহান। তার উইকেট সংখ্যা ১৭টি।
২২ মে, ২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে