রবিবার, ২২ মে, ২০১৬, ১০:২৭:০৭

৪ নাম্বারে ব্যাট করতে চান টাইগার সোহান

৪ নাম্বারে ব্যাট করতে চান টাইগার সোহান

স্পোর্টস ডেস্ক: গেল বছরের ডিসেম্বরের দিকে বিপিএল তৃতীয় আসর থেকে উঠে আসা বাংলাদেশে জাতীয় উদীয়মান উইকেট রক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান চলমান ঢাকা প্রিমিয়ার লিগে ৭ ম্যাচে ২৮২ রান সংগ্রহ করেছেন।

৭টি ইনিংসের মধ্যে ৪টি ম্যাচে চার নাম্বারে ব্যাটিং করেছেন তিনি। বাকি ম্যাচগুলোতে ব্যাটিং করেছেন ৭ নাম্বারে। যার প্রভাব পড়েছে সোহানের ব্যাটিংয়ে। এ কারণে চার নাম্বারেই ব্যাট করতে চান সোহান।

এবারের প্রিমিয়ারে লিগে ৪ নাম্বারে ৪ ইনিংসে উপরে ব্যাট করে ইতিমধ্যে একটি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরি পেয়েছেন সোহান। আর এই কারণেই সোহান জানিয়েছেন, ‘আমি একটু সময় নিয়ে ব্যাটিং করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। উইকেটের সঙ্গে মানিয়ে নিতে আমার কিছুটা সময় নিতে হয়। শুরুতে মানিয়ে নিতে পারলে বড় ইনিংস করতে সুবিধা হয়।

নিজের পারফরম্যান্স বিশ্লেষণ করতে গিয়ে টাইগার দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান বলেন, ‘শুরুতে আমি উপরের দিকে ব্যাটিং করার সুযোগটা কম পেয়েছি। এই কারণে রান কম হয়েছে। আসলে ৭-৮ নাম্বারে নেমে বড় ইনিংস খেলা সম্ভব নয়।

তিন ইনিংসে আমি শেষের দিকে ব্যাটিং করেছি। সেখানে রান পাইনি। সত্যি কথা বলতে ৭ নাম্বারে ব্যাটিং করার সময় আমি কোনও লক্ষ্য নির্ধারণ করিনি। কারণ তখন দলের পরিস্থিতি অনুযায়ী খেলতে হয়েছে। তবে আমি চার নাম্বারে খেলতে চান চাই।
২২ মে, ২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে