সোমবার, ২৩ মে, ২০১৬, ০৯:৪১:৪১

মুস্তাফিজদের টপকে দুইয়ে কোহলির বেঙ্গালুরু!

মুস্তাফিজদের টপকে দুইয়ে কোহলির বেঙ্গালুরু!

স্পোর্টস ডেস্কে: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নমব আসরের শুরু দিকে পয়েণ্ট টেবিলের তলানিতে থাকা কাগজে-কলমে শক্তিশালী দল বেঙ্গালুরু।কিস্তু আসরের শেষ দিকে এসে ঘুড়ে দাড়ায় গেইল-কেহলি-ডিভিলিয়ার্সদের আরসিবি। গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে রোববার রাতে মুখোমুখি হয় দিল্লি ডেয়ার ডেভিলস  এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।আর এই ম্যাচটা যে জিতবে, গুজরাট, হায়দরাবাদ, কলকাতার পর তারাই উঠবে সেমিফাইনালে। এই ছিল সমীকরণ।

শেষ পর্যন্ত অধিনায়ক কোহলি অপরাজিত থাকেন ৪৫ বলে ৫৪ রান করে।দিল্লি ডেয়ার ডেভিলসকে ১১ বল বাকি থাকতে তারা হারিয়ে দিল ৬ উইকেটে। শুধু তাই নয়, পয়েন্ট টেবলে তারা থাকল দ্বিতীয় স্থানে। সমান জয় নিয়ে মুস্তাফিজের হায়দরাবাদ রয়েছে পয়েন্ট টেবিলের তিনি। কিন্তু নেট রান রেটে এগিয়ে থাকার কারনে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে চলে আসে আরসিবি।টসে হেরে ব্যােট করতে নেমে মাত্র ১৩৮ রান তোলে দিল্লি।বিরাট, ওয়াটসন, গেইল, এবি ডিভিলিয়ার্সদের সামনে ওই রানটা যে মাত্রই। দিল্লির ওপেনার কুইন্টন ডি কক ৫২ বল খেলে করেন ৬০ রান। সহজ টার্গেট চেজ করতে নেমে শুরুতেই গেইলকে হারিয়ে বড় ধক্কা খায় আরসিবি।তবে এব প্রান্ত থেকে উইকেট পরলেও অধিনায়ক কোহলির অনাধারন ব্যাটিংয়ে জয়ের বন্দরে পৌছে বেঙ্গালুরু।
এই ম্যাচে ম্যাচ সেরা পুরুষ্কারটি উঠে কোহলির হাতে।
আগামী ২৪ তারিখ ঘরের মাঠে চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ারে গুজরাটের বিপক্ষে মাঠে নামবে কোহলির বেঙ্গালুরু।
২৩ মে ২০১৬/এমটি নিউজ২৪/তারিকুল/টিআই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে