স্পোর্টস ডেস্ক : পবিত্র ঈদের ক্ষণ শুরু হয়ে গেছে। ভারতে রয়েছেন সাব্বির রহমান। এ দলের গুরুত্বপূর্ণ সদস্য সাব্বির রহমান। তিনি তার সঙ্গীকে ভীষণ মিস করছেন।
ঈদ অথচ তার সাথে নেই পরিবারের কোনো সদস্য। ব্যাচেলর জীবন সাব্বিরের। সাব্বির ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন। সাব্বির রহমান এই স্ট্যাটাসে লিখেছেন যে তিনি তার প্রিয় সঙ্গীকে মিস করছেন।
কে সাব্বিরের প্রিয় সঙ্গী এটি পরিস্কার নয়। পরে অবশ্য তিনি যোগ করেছেন যে তিনি তার বাইকটাকে মিস করছেন! নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এই ধরনের একটি কৌশলী স্ট্যাটাস দেন ভারতের মাটিতে থাকা সাব্বির রহমান।
বাংলাদেশ ক্রিকেট দলের মারকুটে ক্রিকেটার সাব্বির। তবে ভারতের মাটিতে গিয়ে হারিয়ে ফেলেন অনেক কিছু। কোনো ম্যাচেই ভালো খেলেননি তিনি।
হতাশা ও আবেগ থেকেই হয়তো ফেসবুকে এই স্ট্যাটাস দেন জাতীয় দলের প্রথম সারির ক্রিকেটার সাব্বির রহমান।
২৪ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর