মঙ্গলবার, ২৪ মে, ২০১৬, ০১:২২:১১

মুস্তাফিজকে বরণ করতে সাতক্ষীরায় লালগালিচা সংবর্ধনার প্রস্তুতি

মুস্তাফিজকে বরণ করতে সাতক্ষীরায় লালগালিচা সংবর্ধনার প্রস্তুতি

স্পোর্টস ডেস্ক: কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে  অভিষেক বছর। যেভাবেই হিসেব করা হোক অভিষেকেই ভবিষ্যতের বার্তা দিয়েছেন মুস্তাফিজ।

ভারতীয়রা সরণে রাখবে হাজার বছর ধরে। মুস্তাফিজ অভিষেকেই যে আলো জড়ায় তা ক্রিকেট বিশ্ব বুঝেছিলো গত বছর বাংলাদেশ-ভারত সিরিজেই। সেই থেকেই মুস্তাফিজ মুস্তাফিজ স্লোগান বিশ্বজুড়ে কিছুতেই থামানো যাচ্ছে না ক্রিকেট মহলের বিশ্লেষকদের। ধারাবাহিতভাবে মুস্তাফিজের প্রসংশা করে যাচ্ছেন গ্রেট গ্রেট ব্যক্তিরা।

এতকিছু অর্জন যার, সেই মুস্তাফিজ এখন ভারতের মাটিতে আইপিএল কাঁপাচ্ছেন। খেলছেন সানরাইজার্স হায়দরাবাদ দলে হয়ে। আইপিএল মাঠে তাঁর কাটার -স্লোয়ার ও ইর্য়কারে ক্ষত-বিক্ষত হয়ে যাচ্ছে প্রতিপক্ষ দলগুলো। ইতিমধ্যে তাঁর কাটার কারিশার সেমিফাইনালে পৌছেছে হায়দরাবাদ।

সেমিফাইনালে প্রতিপক্ষ সাকিবের কলকাতা  নাইট রাউনডার্সকে হারাতে পারলে ফাইনাল খেলতে পারবেন মুস্তাফিজের হায়দরাবাদ। আর যদিও মুস্তাফিজরা ফাইনাল ম্যাচ খেলেন তাহলে  আগামী ২ জুন ঢাকায় ফিরবেন তিনি। বাংলার এই জাতীয় বীরের অপেক্ষায় সাতক্ষীরাবাসী। তাকে শুভেচ্ছা জানাতে চলছে লালগালিচা গণসংবর্ধনার প্রস্তুতি।

কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান আইপিএল শেষে ঢাকা হয়ে ফিরবেন নিজের জেলা সাতক্ষীরায়। আগামী ২ জুন ঢাকায় ফিরবেন তিনি। বিমানবন্দরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাকে লালগালিচা সংবর্ধনা দেয়া হবে। পরদিন ৩ জুন সাতক্ষীরা ফিরবেন মুস্তাফিজ। বেশ কিছুদিন সাতক্ষীরায় থাকবেন এই জাতীয় বীর।

খুব স্বল্প সময়েই ক্রিকেট দুনিয়ায় ঝড় তোলা মুস্তাফিজ সাতক্ষীরা ফিরবেন তাই আগে থেকেই চলছে গণসংবর্ধনার প্রস্তুতি। জেলার কলারোয়া ক্রিকেট একাডেমির পক্ষ থেকে কলারোয়া (জিকেএমকে পাইলট হাইস্কুল) ফুটবল মাঠে তাকে এ সংবর্ধনা দেয়া হবে।

এ উপলক্ষে কলারোয়ায় একাডেমির কার্যালয়ে সোমবার এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে কলারোয়া ক্রিকেট একাডেমির পরিচালক নাজমুল হাসনাঈন মিলন জানিয়েছেন।

একাডেমির পক্ষ থেকে আমরা গণসংবর্ধনা দেয়ার প্রস্তুতি নিয়েছি। মুস্তাফিজ সাতক্ষীরায় আসার পর তার অনুুমতি নিয়ে দিন-তারিখ ঠিক করবো। আনুসঙ্গিক প্রস্তুতিগুলো আমরা সম্পন্ন করে রাখছি। তবে ৩ জুন সাতক্ষীরা আসার পর ১০ জুনের মধ্যে যেকোন দিন আমরা এটি সম্পন্ন করবো।
২৩ মে,২০১৬/ এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে