মঙ্গলবার, ২৪ মে, ২০১৬, ০২:১৩:২৯

ইংল্যান্ড কাউন্টি সাসেক্সের হয়ে খেলতে যাচ্ছেন মুস্তাফিজ

ইংল্যান্ড কাউন্টি সাসেক্সের হয়ে খেলতে যাচ্ছেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার  লিগ (আইপিএল) শেষ করে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট কাউন্টি সাসেক্সে খেলতে যাচ্ছেন বাংলাদেশের কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান।

সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালক জালাল ইউনুস মিডিয়া কর্মীদের এমনটি অভ্যাস দিয়েছেন।

তবে জালাল ইউনুস জানিয়েছেন, ইংলিশ কাউন্টিতে যাওয়ার আগেই মুস্তাফিজের বিশ্রামের প্রায়োজন। কারণ চলতি ইন্ডিয়ার প্রিমিয়ার লিগ আইপিএলের টানা ১৪টি ম্যাচ খেলে অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছে মুস্তাফিজ।

এদিকে আইপিএলের আসর শেষ না হতেই কাটার মাস্টারকে পেতে মরিয়া হয়ে উঠেছে ইংলিশ কাউন্টি দল সাসেক্স অধিনায়ক লুক রাইট। তবে মুস্তাফিজ সাফ জানিয়ে দিয়েছেন আইপএল শেষ করে দেশে ফিরে সাসেক্স খেলতে যাবে কিনা সেই বিষয় সিদ্ধান্ত নেবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডও মুস্তাফিজের মতামতকেই প্রাধান্য দিচ্ছে। বিসিবি পরিচালক জালাল ইউনুস বলেন, ভারত থেকে দেশে ফেরার পর তার শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখা হবে এবং এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

তবে আরেকটি সূত্রে জানা গেছে, কয়েকদিন বেশি বিশ্রাম নিয়ে হলেও সাসেক্সে খেলতে চান মুস্তাফিজ। আর বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টও মুস্তাফিজের এই চাওয়ার পক্ষে।

কয়েকদিন আগে  জাতীয় দলের কোচ হাথুরুসিংহে জানান, সাসেক্সের হয়ে খেলুক মুস্তাফিজ। সাসেক্সের চতুর্থ ম্যাচ আগামী ১০ জুন। কেন্টের বিপক্ষে সেই ম্যাচে মুস্তাফিজকে পাওয়ার আশা করছেন রাইট।
২৪ মে,২০১৬/ এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে