মঙ্গলবার, ২৪ মে, ২০১৬, ০২:৩৫:৫৭

সুয়ারেজ ভক্তদের জন্য ভয়ঙ্কর দুসংবাদ

সুয়ারেজ ভক্তদের জন্য ভয়ঙ্কর দুসংবাদ

স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ লা লিগার পর কোপা দেল দুরন্ত ফর্মে থাকা উরুগুয়ের ফুটবলার ও বার্সেলোনার তারকার খেলোয়াড় লুইজ সুয়ারেজের ভক্তদের জন্য এটা দুসংবাদ বটে। সুয়ারেজকে ছাড়াই উরুগুয়েকে হয়তো খেলতে হবে এবারের কোপা আমেরিকার শতবার্ষিকী টুর্নামেন্ট কাপ।

কারণ রোববার কোপা দেল ফাইনালে সুয়ারেজ চোট পাওয়ার পর তেমন আশঙ্কা তৈরি হয়েছে। সেভিয়ার বিরুদ্ধে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন সুয়ারেজ। জানা গেছে, তাঁর এই চোট দিন দিন আরও ভয়ঙ্কর রুপ ধারণ করছে।

বার্সেলোনা ম্যানেজার লুইস এনরিকে স্বীকার করে নিয়েছেন সুয়ারেজের পেশিতে চোট রয়েছে। বলেছেন, চোট নিয়ে আমরা উদ্বিগ্ন। তবে চূড়ান্ত রায় দেওয়ার সময় এখনও আসেনি।

এদিকে, উরুগুয়ে স্ট্রাইকার কোপা আমেরিকা কাপে আশাবাদী হলেও প্রাথমিকভাবে জানা যাচ্ছে ওই টুর্নামেন্টে সুয়ারেজের খেলার সম্ভাবনা ক্রমশ কমছে।

কোপা শতবার্ষিকী কাপে মেক্সিকো, জামাইকা ও ভেনেজুয়েলার সঙ্গে গ্রুপ সি-তে রয়েছে উরুগুয়ে। ৫ জুন মেক্সিকোর বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে উরুগুয়ে। সেক্ষেত্রে সুয়ারেজকে না পাওয়া গেলে দলের পক্ষে বড় ধাক্কা হয়ে দাঁড়াবে।
২৪ মে,২০১৬/ এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে