মঙ্গলবার, ২৪ মে, ২০১৬, ০৯:১৯:৫৮

বিপত্তির মুখে কলকাতা নাইট রাইডার্স

বিপত্তির মুখে কলকাতা নাইট রাইডার্স

স্পোর্টস ডেস্ক: আইপিএলের প্লে-অফ খেলতে রওনা হয়ে বিপত্তির মুখে কলকাতা নাইট রাইডার্স। সোমবার তিন ভাগে কলকাতা থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন গৌতম গম্ভীররা। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য একটি বিমান দিল্লিতে নামতেই পারল না। কয়েকবার চক্কর খাওয়ার পর শেষ পর্যন্ত জয়পুরে নামতে হল। সেই বিমানে ছিলেন অধিনায়ক গম্ভীর-সহ কয়েকজন ক্রিকেটার। জয়পুরে রাত কাটানোর পর আজ, মঙ্গলবার সকালে তাঁদের দিল্লি পৌঁছনোর কথা। তবে বৃষ্টির জন্য মঙ্গলবার তাঁরা প্র্যাক্টিস করতে পারবেন কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

বিমান বিভ্রাটের মধ্যেও নাইটদের স্বস্তি আন্দ্রে রাসেলকে নিয়ে। ক্যারিবিয়ান অলরাউন্ডারের প্লে-অফে মাঠে নামার ব্যাপারে চরম আশাবাদী নাইট শিবির। তাঁকে একশো শতাংশ সুস্থ করে তোলার মরিয়া চেষ্টাও শুরু হয়ে গিয়েছে। গত সপ্তাহে গুজরাত লায়ন্সের বিরুদ্ধে খেলতে কেকেআর ক্রিকেটারেরা যখন কানপুরে গিয়েছিলেন, বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া রাসেল তখন থেকে গিয়েছিলেন কলকাতায়। তাঁর রিহ্যাবিলিটেশন তত্ত্বাবধান করার জন্য দলের সহকারী ফিজিও কমলেশ জৈন কলকাতাতেই থেকে গিয়েছিলেন। প্রধান ফিজিও অ্যান্ড্রু লিপাসের পরামর্শ অনুযায়ী রিহ্যাব করেছেন রাসেল। গত এক সপ্তাহ ধরে হোটেলের সুইমিং পুলে ঘণ্টা খানেক সাঁতার, পায়ের পেশির জোর বাড়ানোর জন্য নির্দিষ্ট কিছু ব্যয়াম ও জিমে ওয়েট ট্রেনিং— এই ছিল রাসেলের রুটিন।
সোমবার নাইট শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, ফিজিও-র পরামর্শ অনুযায়ী চলে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন রাসেল। পুরোপুরি ফিট হয়তো হননি। তবে বুধবার হায়দরবাদের বিরুদ্ধে খেলে দিতে পারবেন বলে দলকে প্রাথমিকভাবে জানিয়ে রেখেছেন ফিজিওরা। রবিবার ইডেনে সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের আগে সতীর্থদের সঙ্গে প্র্যাক্টিসেও নেমে পড়েছিলেন রাসেল। যা দেখে পরের ম্যাচে তাঁকে পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী টিম ম্যানেজমেন্টের সদস্যেরা। জেসন হোল্ডারের বিরুদ্ধে তাঁর প্রথম একাদশে ফেরার সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হচ্ছে।

তবে একটা কাঁটা থাকছে। রাসেল ব্যাটিং করতে পারলেও পুরোদমে বল করতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে নাইট শিবিরের অন্দরেই। নবম আইপিএলে রাসেল শুধু চার ওভার করে বোলিংই করছেন না, নতুন বলে আক্রমণ শুরুও করছেন। তবে ফিজিওরা আশার কথাই শুনিয়েছেন টিম ম্যানেজমেন্টকে। জানিয়েছেন, স্টেপিংয়ের সময় সমস্যা হচ্ছে না ক্যারিবিয়ান অলরাউন্ডারের। তিনি হয়তো বল করতেও পারবেন।

হায়দরাবাদকে হারিয়ে নাইট ক্রিকেটারেরা বেশ খোশমেজাজেই রয়েছেন। রবিবার রাতে ম্যাচের পর ইডেনের ড্রেসিংরুমেই এক দফা সেলিব্রেশন সেরে নিয়েছিলেন গৌতম গম্ভীর-ইউসুফ পাঠানরা। উৎসবের মধ্যমণি ছিলেন কুলদীপ যাদব। যিনি শিখর ধাওয়ান-সহ হায়দরাবাদের দু’উইকেট তুলে নিয়েছিলেন। ম্যাচের পর সতীর্থদের অভিনন্দনের বন্যায় ভেসে গেলেন কুলদীপ।
দিল্লি রওনা হওয়ার আগে অবশ্য ফের ক্রিকেটারদের নিয়ে আত্মবিশ্লেষণে বসে পড়েছিলেন কোচ জাক কালিস। সোমবার দুপুরে বাইপাসের ধারে টিমহোটেলে গম্ভীরদের নিয়ে বৈঠক করেন কালিস। সেখানে প্রত্যেককে মনে করিয়ে দেওয়া হয়েছে, প্লে-অফের যোগ্যতা অর্জন করেই উৎসবের জোয়ারে গা ভাসালে চলবে না। বলা হয়েছে, পয়েন্ট টেবিলের চতুর্থ দল হিসাবে প্লে-অফে ওঠায় এলিমিনেটর খেলতে হবে কেকেআর-কে। যে ম্যাচে হারলেই বিদায়। জিতলেও ফাইনালে ওঠার জন্য প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দলকে হারাতেই হবে। ফলে খুশির মেজাজে সোমবার কলকাতা ছাড়লেও সতর্কই থাকছেন ইউসুফ পাঠানরা।-এবেলা
২৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে