মঙ্গলবার, ২৪ মে, ২০১৬, ০৯:৩১:০৪

বয়স কম বলে মুস্তাফিজের পাল্লা ভারী!

বয়স কম বলে মুস্তাফিজের পাল্লা ভারী!

স্পোর্টস ডেস্ক: আইপিএল গ্রুপ পর্বের শেষ ম্যাচে সাকিবের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ২২ রানে হারাল মোস্তাফিজের সানরাইজার্স হায়দরাবাদকে। সেই সাথে নিশ্চিত হয়ে যায় প্লে অফ পর্বও। ইডেন গার্ডেনে হায়দরাবাদকে স্বাগত জানায় কলকাতা। এ ম্যাচে জয়ের বিকল্প ছিল না গম্ভিরদের। আগেই প্লে-অফ নিশ্চিত করা হায়দরাবাদের অধিনায়ক টসে জিতে স্বাগতিকদের ব্যাট করতে পাঠান। কলকাতা রানের গতির সাথে সমান তালে উইকেটও হারায় শাহরুখ খানের দল। পাওয়ার প্লের ৬ ওভারে ৪৮ রান নিলেও ২ উইকেট হারায় তারা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭১ রান করে সাকিবের দল। জবাবে ব্যাটম্যানদের দুর্বলতায় একমাত্র ধাওয়ানের অর্ধশতকের ওপর ভর করে মোস্তাফিজের দল ৮ উইকেটে ১৪৯ রান করলে ২২ রানের জয় পায় কলকাতা।
এই ম্যাচে মোস্তাফিজ ১১তম ওভারে বল করতে এসে প্রথম ওভারে ৬ রান দেন। কিন্তু তার দ্বিতীয় ওভারে ১৪ রান। তৃতীয় ওভারে ৯ রান দিয়ে জ্যাসন হোল্ডারকে আউট করেন। তার শেষ এবং দলের ১৯তম ওভারে মাত্র ৩ রান দেন এই কাটার বয়। মোট ৩২ রানে ১ উইকেট তিনি। গ্রুপ পর্বে ১৪টি ম্যাচে সব ম্যাচের একাদশে ছিলেন মোস্তাফিজ। ১৬ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় চতুর্থ স্থানে আছেন তিনি। মোস্তাফিজ, চাহাল ও ওয়াটসন তিনজনই ১৬টি করে উইকেট পান। তার সতীর্থ ভুবনেশ্বর কুমার ৪ ওভারে ৩১ রান দিয়ে ২টি উইকেট নেন। সেই সাথে গ্রুপ পর্বে সবচেয়ে বেশি ১৮ উইকেট শিকারের তালিকায় শীর্ষে উঠে এসেছেন। ১৭ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মুম্বাইর ম্যাককেনঘান। সাকিব প্রথম ওভারে ১১ রান দেন। দ্বিতীয় ওভারে ১২। তৃতীয় ওভারে ৫ রানে নেন এক উইকেট। চতুর্থ ওভারে দেন ৬ রান। মোট ৩৪ রান দিয়ে খরচে বোলারের খাতায় নাম লেখান সাকিব। তার সতীর্থ সুনিল নারিন ২৬ রান খরচায় ৩ উইকেট নেন। কুলদিপ ২৮ রানে নেন দুই উইকেট।
এ দিকে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দিল্লি ডেয়ার ডেভিলসকে হারিয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থান নিশ্চিত করে। প্লে-অফে দুবার পরীা দেয়ার বাড়তি সুবিধা পাবে শীর্ষ দুই দলের একটি। আর একই পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে থেকে সানরাইজার্স হায়দরাবাদ তিনে এবং কলকাতা নাইট রাইডার্স চারে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে। প্লে-অফে জায়গা পাওয়া অন্য দলটি হলো গুজরাট লায়ন্স। তারা ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে।

তৃতীয় ও চতুর্থ স্থানে থেকে অনুমিতভাবেই উঠে আসছে সাকিব-মোস্তাফিজের লড়াই। নিয়মানুযায়ী আইপিএলের এলিমেনেটর পর্বে উভয়দল মুখোমুখি হবে আগামীকাল (২৫ মে)। যারা হারবে, তারা বাদ। জয়ী দল এগিয়ে যাবে ফাইনালে পথে। কে যাচ্ছে ফাইনালে। সাকিব না মোস্তাফিজ। বাংলাদেশের ক্রীড়প্রেমীরা মধুর সমস্যায়। সমর্থন জানাবেন কাকে। তবে বয়সে তরুণ আর বিস্ময়কর পেস কাটারের বদৌলতে এবার মোস্তাফিজের সমর্থনের পাল্লা ভারী। এটি সুস্পষ্ট। হলে কী হবে। আইপিএলের পরিসংখ্যানে কলকাতার বিরুদ্ধে হায়দরাবাদের অবস্থা নাজুক। চলতি আইপিএলে লিগ পর্বে দু’বার মুখোমুখি হয়েছে দল দু’টি। দু’বার জিতেছে কলকাতা, হেরেছে মোস্তাফিজের সানরাইজার্স হায়দরাবাদ।

আজ রাত সাড়ে আটটায় প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে গুজরাট লায়ন্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ম্যাচটি অনুষ্ঠিত হবে ব্যাঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামে। এই ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনালে যাবে। আর পরাজিত দল দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলবে এলিমেনেটর পর্বে জয়ী দলের (কলকাতা অথবা হায়দরাবাদ) সাথে। এই ম্যাচে জয়ী দল চলে যাবে ফাইনালে। আগামী ২৯ এপ্রিল ব্যাঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামে হবে ফাইনাল।-নয়াদিগন্ত
২৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে