মঙ্গলবার, ২৪ মে, ২০১৬, ০২:১৬:৪৪

অবশেষে খেলায় ফিরলেন শাহাদাত

অবশেষে খেলায় ফিরলেন শাহাদাত

স্পোর্টস ডেস্ক: গৃহকর্মী নির্যাতনের মামলায় শাহাদাত হোসেন রাজীবের ওপর আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে নিষেধাজ্ঞা আরোপ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে অনেক দিন ধরে খেলার বাইরে ছিলেন বাংলাদেশ জাতীয় দলের এই ডানহাতি পেসার।

গত ১০ মে শাহাদাতের ওপর থেকে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের নিষেধাজ্ঞা তুলে নেয় বিসিবি। তাতে করে এই ডানহাতি পেসারের আবারো খেলার সুযোগ তৈরি হয়। প্রায় দুই সপ্তাহ পর ঢাকা প্রিমিয়ার লিগের অষ্টম রাউন্ডের ম্যাচে মঙ্গলবার সাভারের বিকেএসপিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে খেলার সুযোগ পান শাহাদাত হোসেন। এদিন জুবায়ের হোসেন লিখনের পরিবর্তে আবাহনীর একাদশে অন্তর্ভূক্ত হন এই ডানহাতি পেসার। অবশেষে ক্রিকেটে ফিরে দারুণ স্বস্তিতে রয়েছেন তিনি!

উল্লেখ্য, সম্প্রতি নিজের কৃতকর্মের জন্য ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাওয়ায় নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বিসিবি। বিশেষ করে মানবিক কারণে শাহাদাতকে কেবল ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি দেয় বিসিবি। ইনজুরি ও গৃহকর্মী নির্যাতনের অভিযোগে গত এক বছর ক্রিকেটের বাইরে ছিলেন শাহাদাত। প্রতিযোগিতামূলক ক্রিকেটে শাহাদাত সর্বশেষ খেলেছেন গত বছরের ৫ মে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় অর্থাৎ ঢাকা টেস্টে।-বাংলামেইল
২৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে