বুধবার, ২৫ মে, ২০১৬, ০৩:৫২:০৪

রাসেল-রহস্য নিয়েই রাজধানীতে অভিযান সাকিবদের

রাসেল-রহস্য নিয়েই রাজধানীতে অভিযান সাকিবদের

স্পোর্টস ডেস্ক:  ঘড়ির কাঁটায় বিকেল পাঁচটা। কলকাতা নাইট রাইডার্সের টিমবাস যখন ফিরোজ শা কোটলা স্টেডিয়ামে ঢুকল, সাকুল্যে জনাবিশেক সমর্থক সেখানে দাঁড়িয়ে। কে বলবেন, বুধবার আইপিএলের ফাইনালে ওঠার প্রথম ছাড়পত্র আদায় করার প্রথম দ্বৈরথে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ। যারা কি না টানা দু’ম্যাচ হেরে বেশ চাপে! মঙ্গলবার প্র্যাক্টিস করতে এলেন না শিখর ধাওয়ান, ডেভিড ওয়ার্নার-রা! বিকেল চারটে নাগাদ ভি ভি এস লক্ষ্মণকে নিয়ে উইকেট দেখতে এলেন কোচ টম মুডি। প্র্যাক্টিস না করা কি বিশেষ কোনও স্ট্র্যাটেজির অঙ্গ? মুডির জবাব, ‘‘না, না। তেমন কিছুই নয়। টানা ম্যাচ এবং ট্র্যাভেলিংয়ে সকলেই ক্লান্ত। তাই বিশ্রাম দেওয়া হয়েছে সকলকে। আমি মনে করি, এই পূর্ণ বিশ্রামই ক্রিকেটারদের লড়াই করার সামর্থ দিয়ে দেবে।’’

কিন্তু মঙ্গলবার প্রায় ঘণ্টা তিনেক ঝাড়া অনুশীলনের পরে কলকাতা নাইট রাইডার্স শিবিরকে দেখেও খুব চনমনে মনে হল না। গত চারদিন ধরে যাঁর মাঠে নামা নিয়ে রহস্য অব্যাহত, সেই আন্দ্রে রাসেলকে এদিনও দেখা গেল না প্র্যাক্টিসে! তাঁর সঙ্গে দেখা গেল না এই মুহূর্তে নাইট শিবিরের সেরা ভরসা ইউসুফ পাঠানকেও! বেশ থমথমে মুখেই মাঠে ঢুকে উইকেট দেখতে চলে গেলেন অধিনায়ক গৌতম গম্ভীর। সোমবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গম্ভীররা জয়পুরে নামতে বাধ্য হয়েছিলেন। পরে জয়পুর থেকে গা়ড়িতে গম্ভীররা চলে আসেন দিল্লিতে। নাইট শিবিরের দাবি, সোমবার বিমান বিভ্রাটের কারণে অনেক ক্রিকেটারই আরও ক্লান্ত হয়ে পড়েছেন। যে তালিকায় নাম রয়েছে পাঠান এবং রাসেলেরও। ফলে তাঁদের প্র্যাক্টিস থেকে ছুটি দেওয়া হয়েছে!

কিন্তু বুধবারের গুরুত্বপূর্ণ ম্যাচে রাসেলকে কি পাওয়া যেতে পারে? প্রশ্নের জবাব স্পষ্ট নয়। রাসেলকে নিয়ে নাইট শিবিরেই রয়েছে বিস্তর ধোঁয়াশা। দাবি করা হচ্ছে, আগের চেয়ে চোট থেকে অনেকটাই মু্ক্ত ক্যারিবিয়ান অলরাউন্ডার। কিন্তু মাঠে নামার মতো অবস্থায় রাসেল উত্তীর্ণ হয়েছেন কি না, তা নিয়ে ধন্দ থাকছেই! মঙ্গলবার লিপাসের সঙ্গে ফিটনেস ট্রেনিং করলেন উমেশ যাদব। যদিও বুধবারের ম্যাচে বিদর্ভ পেসারের ফেরার সম্ভাবনাও যথেষ্ট কম।

রাসেল-রহস্যের মধ্যে ভরসা ফিরোজ শা কোটলার উইকেট। হাল্কা ঘাসের আভা থাকলেও তা খুব বিপদের কারণ হতে পারে বলে মনে করছেন না কিউরেটর অঙ্কিত দত্ত। বললেন, ‘‘বড় রানের ম্যাচই হবে। বোলার বা ব্যাটসম্যান, কেউ কিন্তু বলতে পারবেন না যে, তাঁরা এই উইকেট থেকে বঞ্চিত হয়েছেন।’’ বরং সোমবারের প্রবল বর্ষণের পর মঙ্গলবার থেকে রাজধানীতে আবার তীব্র দাবদাহ। ডিডিসিএ কর্তারা অবশ্য তাতে বেশ খুশি। গনগনে সূর্যের তেজে উইকেট এবং আউটফিল্ড আগের মতো তরতাজা হয়ে গিয়েছে। যা দেখে হায়দরাবাদ কোচ মুডি বলে গেলেন, ‘‘আমাদের ভারসাম্যের অভাব নেই। উইকেট যেমনই হোক, আমরা জেতার জন্য তৈরি।’’
গত রবিবার ইডেনে নাইটদের কাছে ধরাশায়ী হওয়ার পর ওয়ার্নারদের এমন মানসিকতা খুবই প্রত্যাশিত। কিন্তু নাইটরা কী ভাবছেন? টিম বাসে ওঠার আগে কেকেআর বোলিং-গুরু ওয়াসিম আক্রম বলে গেলেন, ‘‘ভাবার কী আছে? বাকি তিনটে ম্যাচ জিততে হবে। আমাদের কাছে এই পরিস্থিতি অচেনা বা অস্বস্তিকর নয়। সেরা ক্রিকেট খেলতে হবে।’’
মঙ্গলবারের চুপচাপ নাইট শিবিরে কিংবদন্তি পাক পেসারের বার্তাই একমাত্র সেরা প্রাপ্তি!-এবেলা
২৫ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমটি

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে