বুধবার, ২৫ মে, ২০১৬, ০৫:১৩:২৯

দীর্ঘ দিন পর মাঠে ফিরে এমটিনিউজকে যা বললেন শাহাদাত

দীর্ঘ দিন পর মাঠে ফিরে এমটিনিউজকে যা বললেন শাহাদাত

আরিফুর রাজু:  এক বছরের বেশি সময় (৩৮৩ দিন) পর আবাহনীর জার্সিতে মাঠে ফিরলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক পেসার শাহাদাত হোসেন রাজীব। সর্বশেষ গত বছর পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে খেলার সুযোগ হয়েছিল তার। কিন্তু ভাগ্য দেবতা সহায়ক না হওয়াতে ওই ম্যাচেই ইনজুরিতে পড়ে মাঠের বাইরে চলে যেতে হয়েছিল তাকে।

এর পর ১৩ বছর বয়সী গৃহ পরিচারিকা নির্যাতনের দায়ে ওয়ারেন্টভুক্ত আসামী হয়ে পালিয়ে বেড়ানো এবং সর্বশেষ স্বেচ্চায় ধরা দিয়ে কারাভোগ। পরবর্তীতে বিসিবি থেকেও সাময়িক বহিষ্কার। তবে ক্ষমা প্রার্থনা এবং ব্যক্তিগত দৃষ্টিকোণ বিবেচনা করে  ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি দেয়া হয় তাকে।

মঙ্গলবার আবাহনীর জার্সিতে ৩৮৩ দিন পর মাঠে নামেন দেশের এই পেসার। যদিও বৃষ্টির কারণে এদিন বল হাতে নেয়ার সুযোগ হয়নি। তবে বুধবার তাসকিনের পর বল হাতে সে দুঃখের অবসান ঘটলো তার। ম্যাচটিতে  ৬ ওভার বল করে ৪৯ রান খরচায় নিয়েছেন একটি উইকেট।

ম্যাচ শেষে এমটিনিউজের সঙ্গে মুঠোফোনে কথা হয় এই পেসারের। পাঠকদের জন্যে তার কথোপকথনের অংশটি তুলে ধরা হলো-

এমটিনিউজ : এক বছরের বেশি সময় পর মাঠে ফিরলেন। আপনি কেমন অনুভূতি?

শাহাদাত: অনেক দিন পর তাই শুরুতেই নার্ভাস ছিলাম। তবে ধীরে ধীরে নার্ভাসনেস কমতে শুরু করে। আর আপনি তো জানেন, একটা সমস্যার কারণে দীর্ঘ দিন মাঠে নামার সুযোগ হয়নি তাই শুরুতে অনেকটা নার্ভাসনেস কাজ করেছিল।

এমটিনিউজ : অধিনায়ক তাসকিনের পর আপনার হাতে বল তুলে দিন। তখন কি মনে হয়েছিল?

শাহাদাত : আপনারা জানেন অনেক দিন পর মাঠে এলাম। আসলে ভালো কিছু করার জন্য মুখিয়ে ছিলাম। কারণ ক্রিকেটই আমার সব।

এমটিনিউজ :৬ ওভার বল করে ৫৯ রান।এটা নিয়ে কি আপনি সন্তুষ্ট?

 শাহাদাত: আসলে ৬ ওভারে ৮০ রানও হতে পারতো। কারণ আমি অনেক দিন পর মাঠে ফিরেছি। তবে শেষে ডেথ ওভারে গিয়ে আমি রান বেশি দিয়ে ফেলেছি। তো আমি ডেথ ওভারে কিভাবে রান কমানো যায় সেটা নিয়ে চেষ্টা করে যাবো।

এমটিনিউজ: অতীতে ফিল্ডার হিসেবে ভালো মানের পরিচয় না দিলেও দেখলাম দারুণ দুটি ক্যাচ ধরলেন?

শাহাদাত : আসলে আমাকে ন্যাশনাল টিমে ফিরতে হবে। আর সে চেষ্টাই করে যাচ্ছি। দেখুন আজকে বোলিং যেমনই হোক ফিল্ডিংটা আমার অনেক ভালো হয়েছে। তাসকিনের বলে এনামুলের প্রথম ক্যাচটা ধরার পর বিশ্বাসই হয়নি আমি এটা ধরেছি। ম্যাচে আমি দুটি ক্যাচ ধরেছি।

এমটিনিউজ: কোচ ও টিমের কাছ থেকে কেমন সুবিধা পাচ্ছেন?

শাহাদাত : বিশেষ করে কোচ খালেদ মাহমুদ সুজন এবং অধিনায়ক তামিম ভাইয়ের কাছ থেকে যথেষ্ট হেল্প পাচ্ছি। তামিম তো সবাইকে বলেছে, শাহাদাত ম্যাচে ফিরেছে। আমরা সবাই ওকে সাহায্য করবো। আর কোচও একই কথা বলেছে। আর তাতে আমি অনেক সন্তুষ্ট।

এমটিনিউজ: ধন্যবাদ আপনাকে।

শাহাদাত: এমটিনিউজকেও ধন্যবাদ।

২৫ মে,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে