বুধবার, ২৫ মে, ২০১৬, ০৫:৪৬:১০

পাকিস্তানিরা খেললে আইপিএলের মর্যাদা বৃদ্ধি পাবে: আইসিসি

পাকিস্তানিরা খেললে আইপিএলের মর্যাদা বৃদ্ধি পাবে: আইসিসি

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ার প্রিমিয়ার লিগের(আইপিএল) প্রথম আসরে খেলেছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা। এখন চলতেছে আইপিএলের নবম আসর। প্রথম আসরের পর আর কোনো আসরেই খেলার সুযোগ পান নি পাক-ক্রিকেটাররা।

আইপিএলের চলমান আসরের আর মাত্র তিনটি ম্যাচ বাকি রয়েছে। আইপিএলের ফাইনাল দেখতে যাওয়ার জন্য ইতোমধ্যে নিমন্ত্রণ পেয়েছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল(আইসিসি) সভাপতি জহির আব্বাস। এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় জহির আব্বাস বলেন, পাকিস্তানের ক্রিকেটারদের খেলার সুযোগ দেওয়া হলে আইপিএলের গ্রহণযোগ্যতা বাড়বে এবং এই লিগের মর্যাদাটাও বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, আমি ফাইনাল দেখতে যাওয়ার জন্য নিমন্ত্রণ পেয়েছি এবং দু দেশের মাঝে ক্রিকেটের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সেটি ফিরিয়ে আনতে এটি খুবই ভালো একটি সুযোগ আমার জন্যে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের(পিসিবি) পক্ষ থেকে ২০১৫ সালে দু’দেশের মধ্যে সিরিজ আয়োজনের কথা বললেও ভারত সরকারের অনাগ্রহে সেটি বাতিল করতে হয়। এ প্রসঙ্গে আইসিসির সভাপতি বলেন, আমার মনে হয় সরকার যেভাবে দু’দেশের ক্রিকেট সিরিজকে বাঁধা দিচ্ছে সেই প্রথাটা বিলুপ্ত করা উচিত।

বিসিসিআইর নবনির্বাচিত সভাপতি অনুরাগ ঠাকুরের আমন্ত্রণেই আইপিএলের ফাইনাল দেখতে যাবেন জহির আব্বাস।
২৫ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে