বুধবার, ২৫ মে, ২০১৬, ০৬:৩২:২২

চলতি আইপিএলের সর্বোচ্চ ক্যাচ ধরেছেন যারা

চলতি আইপিএলের সর্বোচ্চ ক্যাচ ধরেছেন যারা

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চলতি আসরে সর্বোচ্চ ক্যাচ ধরার তালিকার প্রথম স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। এ পর্যন্ত ১৪টি ম্যাচ খেলে ১৮ টি ক্যাচ ধরেছেন তিনি।

এই তালিকায় দ্বিতীয় স্থানের আছেন কিংস ইলেভেন পাঞ্জাবের ডেভিড মিলার। তারা ম্যাচ ১৪টি আর ক্যাচ ১০টি।  ১২ ম্যাচ খেলে ৮টি ক্যাচ ধরে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন দিল্লি ডেয়ারডেভিলসের ক্রিস মরিস।

তালিকায় ১৪ ম্যাচ খেলে ৮ ক্যাচ নিয়ে  চতুর্থ স্থানে আছেন সানরাইজার্স হায়দ্রাবাদের এমসি হেনরিকস। পুনে রাইজিংয়ে রাহানে ৭ ক্যাচ নিয়েেআছেন পঞ্চম স্থানে।

ফিল্ডিংয়ের দিক থেকে চলতি আইপিএলে আধিপত্য দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদেরই। আইপিএলের মতো প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে সবথেকে বেশি ক্যাচ ধরার তালিকায় প্রথম তিনজনই দক্ষিণ আফ্রিকার। আর এটাই হচ্ছে চলতি আইপিএলের সাবোচ্চ বড় চমক।

তবে সর্বোচ্চ ক্যাচ ধরার রেকর্ডটি ছাড়াও এবি ডি ভিলিয়ার্স গড়েছেন আরেকটি রেকর্ড। চলতি আইপিএলের প্লে অফ ম্যাচে গুজরাট লায়ন্সের বিপক্ষে ব্যাঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলির ৩৬ টি ছক্কার রেকর্ড টপকে যান ভিলিয়ার্স। ১৫ ম্যাচে তার ছক্কার সংখ্যা ৩৭ টি।

উল্লেখ্য মঙ্গলবার ভিলিয়ার্সের অপরাজিত ৭৯ রানের দুর্দান্ত ক্যামিও ইনিংসের দৌলতেই গুজরাট লায়ন্সকে ৪ উইকেটে হারিয়ে আইপিএল নাইনের ফাইনাল নিশ্চিত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

২৫ মে,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে