বুধবার, ২৫ মে, ২০১৬, ০৭:৩৪:৫৯

মুস্তাফিজরা মাঠে আর নেহরা হাসাপাতালে

মুস্তাফিজরা মাঠে আর নেহরা হাসাপাতালে

স্পোর্টস ডেস্ক : সানরাইজার্স হায়দরাবাদকে ফাইনালে পথে এগিয়ে নেওয়ার লড়াইয়ে মুস্তাফিজুর রহমান-ভুবনেশ্বর কুমারদের পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সের(কেকেআর) ব্যাটসম্যানদের বিপক্ষে বল করার কথা ছিল আশিস ‍নেহরারও আজ। দিল্লিতে মুস্তাফিজরা ঠিকই লড়াইয়ে নামছেন কিন্তু নেহরা রয়েছেন লন্ডনের একটি হাসপাতালে। ইনজুরি আক্রান্ত তার হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে সেখানে।

হায়দ্রাবাদের প্লে অফে জায়গা পাওয়ার ক্ষেত্রে বড় একটা ভূমিকা ছিল নেহরার। ৩৭ বছরের এই বাঁ হাতি পেসার ডান পায়ের ইনজুরির কারণে শেষ দুটি ম্যাচ খেলতে পারেননি। তার আগে মাঝে একবার ইনজুরির কারণে ৪ ম্যাচ মিস করেন। তবে মোট ৮ টি ম্যাচে অংশ গ্রহণ করে তিনি ৯ উইকেট নিয়েছেন।

১৫ মে-তে নেহরার ইনজুরির পর জানিয়ে দেওয়া হয়, এবারের আইপিএলে আর খেলা হবে না নেহরার। ভারতীয় বোর্ডের মেডিক্যাল টিম জানায়, ইনজুরিটা গুরুতর। লন্ডনে একজন বিশেষজ্ঞ অর্থেপেডিক সার্জনের কাছে পাঠানো হয় নেহরাকে। সেখানে গেলো রাতে অস্ত্রোপচার হয়েছে তার।

হায়দরাবাদের মেন্টর ভিভিএস লক্ষ্মন ডান পায়ে ব্যান্ডেজ প্যাচানো হাসাপাতালের বেডে শুয়ে থাকা নেহরার একটি ছবি পোস্ট করেছেন লিখেছেন, গত রাতে লন্ডনে নেহরাজির সফল অস্ত্রোপচার হয়েছে। তার দ্রুত আরোগ্য কামনা করছি।
২৫ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে