বুধবার, ২৫ মে, ২০১৬, ০৮:০২:৩৮

অঙ্কন প্রতিযোগিতায়ও প্রথম কোহলি!

অঙ্কন প্রতিযোগিতায়ও প্রথম কোহলি!

স্পোর্টস ডেস্ক : আইপিএলের এবারের আসরে বিরাট কোহলি নিজেকে নিয়ে গিয়েছেন ‘অতিমানব’ পর্যায়েই। গ্রুপ পর্বে ১৪ ইনিংসে ৪ সেঞ্চুরি ও ৬ ফিফটিতে ৯১৯ রান করে নিজেকে পরিণত করেছেন ‘রান মেশিনে’ই।

প্রতিটি ম্যাচেই যেন কারও সঙ্গে বাজি ধরে মাঠে নামেন নিজেকে ছাড়িয়ে যাওয়ার, গেছেনও। রাজকোটে গুজরাট লায়নসের বিপক্ষে তার প্রথম সেঞ্চুরিটি ছিল ৬৩ বলে, পুনে সুপারজায়ান্টসের বিপক্ষে দ্বিতীয় সেঞ্চুরিটি ৫৬ বলে, গুজরাটের বিপক্ষেই তৃতীয় সেঞ্চুরিটি করলেন ৫৩ বলে। পাঞ্জাবের বিপক্ষে চতুর্থ সেঞ্চুরিটি তিনি করে ফেললেন ৪৭ বলে।

তার ফিফটিগুলোও কোনো অংশে কম নয়। পঞ্চাশোর্ধ্ব ৬ ইনিংসের প্রতিটিই প্রতিপক্ষকে ছিন্নভিন্ন করে দেওয়ার মতোই। অনেকের মতে, এবারের আইপিএলে ব্যাটিংয়ের নতুন এক মানদণ্ডই তৈরি করে দিয়েছেন কোহলি।

তার প্রতিটি ম্যাচেই মুগ্ধ হচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। বিজ্ঞাপনে তার উজ্জ্বল উপস্থিতিতেও তিনি বুঝিয়েছেন, ক্যামেরার সামনেও কতটা সাবলীল তিনি। অনুষ্কার সঙ্গে বিচ্ছেদেও প্রায় জোড়া লাগার মুখে। দুর্দান্ত ফর্মে থাকা ভারতের টেস্ট দলের অধিনায়কের সময়টা যে বেশ ভাল যাচ্ছে, তার প্রমাণ মিলল ফের।

এ বার ছবি এঁকে সবাইকে তাক লাগিয়ে দিলেন বিরাট। একটি অঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন কোহালি। সেখানে শুধু অংশ নেওয়াই নয়, ছবি এঁকে ওই প্রতিযোগিতায় প্রথমও হয়েছেন তিনি।
২৫ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে