বুধবার, ২৫ মে, ২০১৬, ০৯:০৮:১২

আজ মুস্তাফিজের বিপক্ষে কলকাতার একাদশে সাকিব নেই কেন?

আজ মুস্তাফিজের বিপক্ষে কলকাতার একাদশে সাকিব নেই কেন?

স্পোর্টস ডেস্ক: আইপিএল নবম আসরের এলিমিনেটর পর্বের ম্যাচে মুখোমুখি হচ্ছে সাকিবের কলকাতা নাইট রাইডার্স ও মুস্তাফিজের সানরাইজার্স হায়দ্রাবাদ। ইতিমধ্যে টস জিতে শুরুতে বোলিং বেছে নিয়েছেন কেকেআরের অধিনায়ক গৌতম গম্ভীর।

তবে ম্যাচে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে একদাশে রাখেনি কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে আজকের এই বাঁচা-মরার ম্যাচটি খেলছেন কাটার মাস্টার মুস্তাফিজ। তবে আজকের ম্যাচে হায়দ্রাবাদের হয়ে মুস্তাফিজ খেলও অলরাউন্ডার সাকিব কেন খেলছেন না। তা এখন জানা যায়নি।

এর আগে গ্রুপ পর্বের দুটি ম্যাচে কলকাতা ও হায়দরাবাদ মুখোমুখি হয়েছিল। দুটি ম্যাচেই জিতেছে গম্ভীররা। আর দুই ম্যাচেই সাকিব- মুস্তাফিজ খেলেছিলেন। প্রথম ম্যাচে হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়েছিল তারা। দ্বিতীয় ম্যাচে জিতেছিল ২২ রানের ব্যবধানে।

চলমান আইপিএলে সাকিবের রেকর্ড বেশ ভাল না। তারপরও কেনো দলে নেই তার জবাব হয়তো থাকবে টিম ম্যানেজমেন্টের কাছে। এবার আইপিএলে ১০টি ম্যাচ খেলে সাকিব করেছেন ১১৪ রান।

যার মধ্যে  ব্যাট করার সুযোগ পেয়েছে ৭ ম্যাচে। আর ১০ ম্যাচে ৯ ইনিংসে ৩১ ওভার বল ২৪৩ রান দিয়ে সাকিবের দখলে করেছেন মাত্র ৫টি উইকেট। এমন বাজে ফর্ম থাকার কারণে হয়তো আজ মুস্তাফিজের বিপক্ষে সাকিবকে কেকেআর একদাশে থেকে ছিটকে যেতে হয়েছে।

এদিকে, আজ সাকিবের পরিবর্তনে কেকেআর একদাশে জায়গা করে নিয়েছে অঙ্কিত রাজপুত। তিনি এর আগে সাকিবের জায়গা ৪ ম্যাচ খেলে  ১১ ওভারে করে ৩ উইকেট নিয়েছেন। তবে তিনি ৪ ম্যাচের কোনো ম্যাচে ব্যাট করার সুযোগ পায়নি।
২৫ মে,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে