বুধবার, ২৫ মে, ২০১৬, ০৯:২৮:২৪

বিপিএল খেলে এখনও সব টাকা পায়নি নাসির

বিপিএল খেলে এখনও সব টাকা পায়নি নাসির

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলোয়াড়দের পারিশ্রমিক এখনো পরিশোধ করেনি ফ্র্যাঞ্জইজিগুলো। টুর্নামেন্টের শেষ হওয়ার এক মাসের মধ্যে সম্পূর্ণ পারিশ্রমিক পরিশোধের কথা থাকলেও সেটা হয়ে ওঠে নি।

বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহার নজরেও পড়েছে ব্যাপারটি। কিন্তু এখনো ক্রিকেটারদের লিখিত অভিযোগ পাননি বলে জানান তিনি।

এ ব্যাপারে বিসিবি উদ্যোগ নিয়েছে বলে জানা যায়। ইতিমধ্যে ফ্রেঞ্চাইজি গুলোকে চিঠি দেয়া হয়েছে বলে জানান বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান।
আফজালুর রহমান সিনহার ভাষ্য মতে ঢাকা ডাইনামাইটস, রংপুর রাইডার্স ও সিলেট সুপারস্টার এই তিন ফ্রেঞ্চাইজি ক্রিকেটারদের ২৫% বকেয়া পরিশোধ করেনি।

তিনি ক্রিকেটারদের পারিশ্রমিকের ব্যাপারে নিশ্চয়তা দিয়ে বলেন,  ‘ফ্রেঞ্চাইজি যদি টাকা পরিশোধ না করে তাহলে আমাদের ফান্ড থেকে আমরা টাকা পরিশোধ করব। এটা নিশ্চিত যে ক্রিকেটাররা তাদের পারিশ্রমিক পাবে।’

এদিকে দুই দিন আগে বিপিএলে ঢাকা ডাইনামাইটসের আইকন প্লেয়ার হিসেবে খেলা নাসির হোসাইন বলেন, আমার পারিশ্রমিকের ২৫% এখনো বাকি আছে, ঢাকা(ডাইনামাইটস ) থেকে আমি পাই সেটা। আমি নিজেও জানি না কবে আমি আমার পারিশ্রমিক পাবো। এত চুক্তি-স্বাক্ষর সব কিছুই থাকে। তারপরও আমরা প্রাপ্য অর্থ পাই না।- সময় টিভি

২৫, মে ২০১৬/এমটি নিউজ২৪/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে