বুধবার, ২৫ মে, ২০১৬, ০৯:৫১:৪৫

‘স্পোর্টস বিষয়ক বিশ্ববিদ্যালয় হবে বাংলাদেশে’

‘স্পোর্টস বিষয়ক বিশ্ববিদ্যালয় হবে বাংলাদেশে’

স্পোর্টস ডেস্ক : ‘বিকেএসপিতে ছাত্র-ছাত্রীদের লেখাপড়া করার ব্যাপক আগ্রহ রয়েছে। অথচ সেখানকার পাট চুকানোর পর তাদের উচ্চ শিক্ষা গ্রহণের পথ সংকীর্ণ হয়ে পড়ে। কারণ বাংলাদেশে এখনো ক্রীড়া বিষয়ক কোনো বিশ্ববিদ্যালয় গড়ে ওঠেনি। আমরা স্বপ্ন দেখি একদিন বাংলাদেশেও স্পোর্টস বিয়ষক বিশ্ববিদ্যালয় হবে। স্পোর্টস নিয়ে গবেষণা হবে। কারণ সারা পৃথিবীতেই ক্রীড়া নিয়ে গবেষণা হচ্ছে।’

জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে আজ আয়োজিত ‘স্পোর্টস মেডিসিন’ শীর্ষক সেমিনারের প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি এ কথা বলেছেন।

বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব স্পোার্টস আয়োজিত এই সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, মহাসচিব ডা. দীপক কুমার দাস এবং ডা. আলী ইমরান প্রমুখ।

ক্রীড়া প্রতিমন্ত্রী আরো বলেন, ক্রীড়া একটি বিজ্ঞান- যেখানে স্পোর্টস মেডিসিন খুবই গুরুত্বপূর্ণ। অথচ আমাদের ক্রীড়াবিদরা এ ব্যাপারে খুব একটা অবগত নন। ফলে তারা দীর্ঘদিন ইনজুরির কবলে পড়ে খেলোয়াড়ী জীবনে হুমকির মুখে পড়েন। তাই আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদেরও স্পোর্টস মেডিসিন নিয়ে কাজ করতে হবে।

স্পোর্টস মেডিসিন বিষয়ক সেমিনার আয়োজনের ওপর গুরুত্ব আরোপ করে আরিফ খান জয় বলেন, ‘একজন খেলোয়াড় স্পোর্টস মেডিসিন সম্পর্কে অবগত থাকলে সে তার সেরাটা দিতে পারবে। কারণ সে জানবে কিভাবে খেললে সে গুরুতর ইনজুরি থেকে নিজেকে রক্ষা করতে পারবে।’

অনুষ্ঠানে হেড ইনজুরি ইন স্পোর্টস শীর্ষক প্রবন্ধ উত্থাপন করেছেন প্রফেসর কনক কান্তি বড়ুয়া। এ ছাড়া স্পোর্টস ইনজুরি (ম্যানেজমেন্ট এ্যান্ড রিহ্যাবিলিটেশন আপডেটস) শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মো. আলী ইমরান এবং ম্যানেজমেন্ট এ্যান্ড প্রিভেনশন অব কমন স্পোর্টস রিলেটেড ইনজুরিস নিয়ে প্রবন্ধ পাঠ করেন ডা. কৃষ্ণা প্রিয়া দাস।
২৫ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে