বুধবার, ২৫ মে, ২০১৬, ১০:০৪:১৬

মুস্তাফিজের হায়দ্রাবাদকে মাঠে পেয়েই হ্যাটট্রিক করলো সাকিবের কেকেআর

মুস্তাফিজের হায়দ্রাবাদকে মাঠে পেয়েই হ্যাটট্রিক করলো সাকিবের কেকেআর

স্পোর্টস ডেস্ক: চলতি আইপিএলের গ্রুপ পর্বে দুই ম্যাচে দুই মুখোমুখি হয়েছে। সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে প্লে-অফে আবারও মুখোমুখি দুই দল। এভাবেই দারুণ একটি হ্যাটট্রিক পূরণ করলো দুই দল।

এ ছাড়াও এর আগে গ্রুপ পর্বের দুটি ম্যাচে কলকাতা ও হায়দরাবাদ মুখোমুখি হয়েছিল। দুটি ম্যাচেই জিতেছে গম্ভীররা। প্রথম ম্যাচে হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়েছিল তারা। দ্বিতীয় ম্যাচে জিতেছিল ২২ রানের ব্যবধানে। আর এবার প্লে-অফে যদিও হায়দ্রাবাদ হেরে যায় তাহলে ঠিকই হ্যাটট্রিক পূরণ হয়ে যাবে নাইটদের।  

আর এই কারণেই  দিল্লি ফিরোজশাহ কোটলায় কেকেআর-এর বিরুদ্ধে বদলার মেজাজে ডেভিড ওয়ার্নার, শিখর ধবনরা। ফিরোজশাহ কোটলার রেকর্ড বলছে এখানে স্লো বোলাররা অনেক বেশি সাহায্য পাবে। সানরাইজার্সের জন্য বড় ধাক্কা আশিস নেহরার চোট পেয়ে ছিটকে যাওয়া। তবে দিল্লির স্লো উইকেটকে কারা কাজে লাগাবে দিনের শেষে সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন।

আজকে যাদের দিন হবে তারাই ফাইনালে উঠবে। দিল্লির আকাশে এখন জায়গা করে নিয়েছে আইপিএল।  কে হবে বেঙ্গালুরুর প্রতিপক্ষ। একটা খারাপ গেম বদলে দিতে পারে সবটাই। নাইটরাও যে খুব সহজেই প্লে অফে পৌঁছেছে তেমনটা নয়। হেরে সমস্যার মুখ থেকে আবার ঘুরে দাড়িয়েছে দল। ইতিমধ্যে হেরে আগে ব্যাট করছে হায়দ্রবাদ।
২৫,মে ২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে