বুধবার, ২৫ মে, ২০১৬, ১০:২৬:৫৯

জয়ের জন্য ১৬৩ রান করতে হবে সাকিববিহীন কেকেআরকে

জয়ের জন্য ১৬৩ রান করতে হবে সাকিববিহীন কেকেআরকে

স্পোর্টস ডেস্ক : দিল্লির ফিরোজ শাহ কোটলায় বুধবার আইপিএলের এলিমিনেটর ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের(কেকেআর) মুখোমুখি হয়েছে মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরাবাদ। টসে হেরে প্রথমে ব্যাট করে ১৬২ রান সংগ্রহ করেছে হায়দারাবাদ। কোয়ালিফায়ার-২ এ যাওয়ার জন্য ১৬৩ রান করতে হবে কলকাতা নাইট রাইডার্সকে(কেকেআর)।

হায়দরাবাদের ডেভিড ওয়ার্নার ২৮, শিখর ধাওয়ান ১০, ময়েজেস হেনরিকস ৩১, যুবরাজ সিং ৪৪, দীপক হুদা ২১, বেন কাটিং ০, নম্যান ওঝা ৭, ভুবনেশ্বর কুমার ১, বিপুল শর্মা ১৪* ও বারিন্দের স্রান ০* রান করেন। কলকাতার পক্ষে কুলদ্বীপ যাদব ৩টি ও মরনি মরকেল ২টি ও জ্যাসন হোল্ডার ২টি করে উইকেট নেন।

কলকাতা নাইট রাইডার্সের এই গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে রাখা হয়নি বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। এবারের আসরে সাকিব ১০টি ম্যাচ খেলে ব্যাট হাতে ১১৪ রান করেছেন। আর বল হাতে নিয়েছেন পাঁচটি উইকেট।


এই রিপোর্ট লেখা পর্যন্ত ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৩১ রান সংগ্রহ করেছে হায়দরাবাদ।

আজকে যে দল হারবে তারা টুর্নামেন্ট থেকে বিদায় নিবে। আর বিজয়ী দল কোয়ালিফায়ার-২ এ গুজরাট লায়ন্সের মুখোমুখি হবে। সেখানে যারা জিতবে তারাই বেঙ্গালুরুর বিপক্ষে ফাইনালে খেলবে।

সানরাইজার্স হায়দরাবাদ একাদশ: ডেভিড ওয়ার্নার, শিখর ধাওয়ান, বেন কাটিং, দীপক হুদা, যুবরাজ সিং, ময়েজেস হেনরিকস, নামান ওঝা, বিপুল শর্মা, ভুবনেশ্বর কুমার, বারিন্দার স্রান ও মুস্তাফিজুর রহমান।

কলকাতা নাইট রাইডার্স একাদশ: রবিন উথাপ্পা, গৌতম গম্ভীর, মানিষ পাণ্ডে, কলিন মুনরো, ইউসুফ পাঠান, সূর্যসকুমার যাদব, রাজগোপাল সথিশ, জ্যাসন হোল্ডার, সুনীল নারাইন, কুলদিপ যাদব ও মর্নে মরকেল।
২৫ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে