বুধবার, ২৫ মে, ২০১৬, ১১:১২:৫৩

জানেন, প্রতি ম্যাচ খেলার আগে কী করেন মুস্তাফিজ, শুনলে আপনিও দোয়া করবেন

জানেন, প্রতি ম্যাচ খেলার আগে কী করেন মুস্তাফিজ, শুনলে আপনিও দোয়া করবেন

স্পোর্টস ডেস্ক: গত বছর পাকিস্তান বিপক্ষে টি-সিরিজে লাল-সবুজের জার্সি গায়ে অভিষেক হয় মুস্তাফিুজুর রহমানের। এরপর ভারত সিরিজের সিরিজে ওয়ানডে ম্যাচ দিয়ে অভিষেক একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে। এই সিরিজের নিজের প্রথম ম্যাচে একাই ৫ উইকেট তুলে বিশ্ব ক্রিকেট নজর কেড়ে নেন মুস্তাফিজ। এ কথাগুলো এখন পুরানো হয়ে গিয়েছে।

এখন মুস্তাফিজকে নিয়ে নতুন খবর হচ্ছে আইপিএল অভিষেক বছরে কেমন, কয়টা কাটার-স্লোয়ার ও ইর্য়কার দিয়ে উইকেট কতটা পেয়েছেন? হ্যা, আইপিএল মাঠে মুস্তাফিজের স্লোয়ার-কাটার ডেলিভারি অনেকটাই ভয়ঙ্কর যা বুঝতে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের রীতিমত কষ্ট হচ্ছে।

ইতিমধ্যে মুস্তাফিজ মুস্তাফিজ আইপিএলের ১৪ ম্যাচ খেলে নিয়েছেন ১৬ উইকেট। সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটারদের মধ্যমণি হয়ে উঠেছেন বাংলাদেশের এই পেসার। আইপিএলের মাঠে নামার আগে মুস্তাফিজ কী করেন তা নিয়ে ভক্তদের বেশ আগ্রহ। মুস্তাফিজ মাঠে নামার আগে কী কাজ করেন সেটা নিয়ে আগ্রহের শেষ নেই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের।

এবার এই রহস্যই ফাঁস করে দিলেন তাঁর বাবা আবুল কাশেম গাজী। প্রতি ম্যাচে মাঠে নামার আগে মুস্তাফিজ তাঁর বাবা ও মায়ের সঙ্গে কথা বলে আশীর্বাদ চান। এমন কোনও ম্যাচ নেই, যার আগে মুস্তাফিজ তাঁর বাবা-মায়ের সঙ্গে ফোনে কথা বলে আশীর্বাদ চাননি।

এ ব্যাপারে মুস্তাফিজ বাবা আবুল কাশেম গাজী বলেছেন, 'প্রতিদিনই তার সঙ্গে আমরা কথা বলি। প্রতি ম্যাচের আগে ও ফোন করে আমার কাছে এবং ওর মায়ের কাছে আশীর্বাদ চায়। আমাদের সঙ্গে কথা না বলে কোনও ম্যাচেই ও মাঠে নামে না।' ভারতে ভাষা আর গরম ছাড়া কোনও সমস্যাই নেই মুস্তাফিজ।
২৫,মে ২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে