শুক্রবার, ১০ জুন, ২০১৬, ০১:৪০:৩২

ইউরো কাপে আইএসের ড্রোন হামলার পরিকল্পনা!

ইউরো কাপে আইএসের ড্রোন হামলার পরিকল্পনা!

স্পোর্টস ডেস্ক : আইএস জঙ্গিদের নিশানায় এবার আসন্ন ইউরো কাপ। ফ্রান্সে ইউরো কাপের খেলা চলার সময় ড্রোনের সাহায্যে নাশকতা চালাতে পারে তারা। জার্মান পুলিশের গুপ্তচর সংস্থা ‘‌বিকেএ’‌ সদ্য সাবধান করে দিল ফরাসি সরকারকে। ড্রোন দিয়ে কীভাবে হামলা হতে পারে?‌

বি কে এ জানাচ্ছে, খেলা চলাকালীন দর্শকভর্তি স্টেডিয়ামে ড্রোনের সাহায্যে বিস্ফোরণ ঘটানো বা রাসায়নিক হামলা চালানো অসম্ভব কিছু নয়। তেমনই কিছু পরিকল্পনা আছে বলে জার্মান পুলিশের কাছে খবর। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ফ্রান্স বনাম রোমানিয়া। হামলা হতে পারে ওই দিন, অথবা ১০ জুলাইয়ে ফাইনালে!‌

প্যারিসে ফ্রান্স–জার্মানির ম্যাচ চলার সময় আই এস জঙ্গিদের হামলার আতঙ্ক এখনও যায়নি। কাজেই ফরাসি সরকার কোনও ঝুঁকি নিচ্ছে না। ম্যাচ চলার সময় তো বটেই, অনুশীলনের সময়ও স্টেডিয়াম ও তার আশপাশের এলাকা নো ফ্লাইং জোন হিসেবে ঘোষণা করা হবে। এছাড়া জার্মান পুলিশের একটি বিশেষ দলও প্যারিসে নজরদারি চালাবে।‌

১০ জুন ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে