শুক্রবার, ১০ জুন, ২০১৬, ০৩:৫৬:৪৮

এবার আইসিসিকে ধুয়ে দিলেন ব্রেন্ডন ম্যাককলাম

এবার আইসিসিকে ধুয়ে দিলেন ব্রেন্ডন ম্যাককলাম

স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে মাঠে নেমে প্রতিপক্ষ বোলারদের ধুয়ে দিয়েছেন, এই দৃশ্য ক্রিকেট দুনিয়া দেখতে অভ্যস্ত। কিন্তু মাইক হাতেও যে ব্রেন্ডন ম্যাককলাম সমান আলোড়ন ফেলতে পারেন, সেটা বোধহয় কারও জানা ছিল না। এমসিসি-র স্পিরিট অব ক্রিকেট বক্তৃতায় ম্যাককলাম ম্যাচ গড়াপেটা নিয়ে আইসিসি’কে যে ভাবে ধুয়ে দিলেন, তাতে তোলপাড় ক্রিকেট বিশ্ব।

লর্ডসে এই বক্তৃতায় ম্যাককলাম অভিযোগ করেছেন,  আইসিসি’র ম্যাচ ফিক্সিং তদন্তের গোপনীয়তা ঠিক মতো রক্ষা হয় না। তার অভিযোগ ছিল, ২০১৪ সালে ক্রিস কেয়ার্নসের বিরুদ্ধে তার দেওয়া জবানবন্দি গোপন রাখতে পারেনি আইসিসি। তাদের নীতিও যথেষ্ট নিরাপদ নয় বলে অভিযোগ করেন।

এই বক্তব্যের জেরে আইসিসি পাল্টা বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘ক্রিকেটে দুর্নীতি রুখতে ব্রেন্ডন ম্যাককলাম সাহসের প্রশংসা আইসিসি আগেও করেছে, এখনও করছে। যদিও তদন্তে প্রমাণিত হয়েছে যে, তার বিবৃতি আইসিসির অন্দরমহল থেকে ফাঁস হয়নি, তবে ঠিক কোথা থেকে সেই গোপন জবানবন্দি ফাঁস হয়েছে, তাও খুঁজে বার করা যায়নি। তবে আইসিসি এই ব্যাপারে নিশ্চয়তা দিতে চায় যে, এখন থেকে গোপনীয়তা বজায় রাখার ক্ষেত্রে আরও কড়া হবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।’

ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়া ম্যাককলাম তার বক্তৃতায় বলেন, ‘দূর্নীতি দমনের জন্য প্রমাণ জোগাড়ের ক্ষেত্রে আইসিসির ঢিলেঢালা ভাব মোটেই ঠিক নয়। আমার মনে হয় ক্রিকেটাররা আইসিসির কাছ থেকে আরও বেশি কিছু প্রত্যাশা করে। আর প্রমাণ জোগাড়েও আরও কঠোর ও পেশাদার হওয়া উচিত।’

ম্যাচ গড়াপেটা নিয়ে আইসিসির কাছে দেওয়া ম্যাককলামের সাক্ষ্য এক ব্রিটিশ সংবাদপত্রে ফাঁস হয়ে যায় ২০১৪ সালে। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়কের মতে, ‘এই ঘটনায় যেমন আমার ব্যক্তিগত জীবন প্রভাবিত হয়, তেমনই ভবিষ্যতে ক্রিকেটাররা আইসিসির কাছে ম্যাচ ফিক্সিং নিয়ে বিবৃতি দিতেও দ্বিধাবোধ করেছে। এই ব্যাপারে বিশ্ব নিয়ামক সংস্থা ভরসা না দিলে তারা কী ভাবে সত্যিটা তুলে ধরবে তদন্তের সামনে?’

১০ জুন ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে