শুক্রবার, ১০ জুন, ২০১৬, ০৪:১৫:১১

জুলাইয়ে শুরু কলকাতা লিগ

জুলাইয়ে শুরু কলকাতা লিগ

স্পোর্টস ডেস্ক :জুলাইয়ের তৃতীয় সপ্তাহে শুরু হতে চলেছে এবারের কলকাতা লিগ৷ বুধবার ক্লাবগুলোর সঙ্গে বৈঠকের পরে আইএফএ-র পক্ষ থেকে একথা ঘোষণা করা হয়েছে৷
জুলাইয়ের তৃতীয় সপ্তাহে সব ক্লাব মাঠে নামলেও মোহনবাগান, ইস্টবেঙ্গলের মতো আই লিগের ক্লাবগুলোকে পনেরো দিনের ছাড় দেওয়া হয়েছে৷ মোহনবাগান, ইস্টবেঙ্গল অগস্ট মাসে মাঠে নামবে৷ আসন্ন কলকাতা লিগে দুটো বিদেশি ও একটি অনূর্ধ্ব-২৩ ফুটবলার খেলানো বাধ্যতা মূলক করানো হচ্ছে৷ পাশাপাশি রিজার্ভ বেঞ্চে একটি অনূর্ধ্ব-২৩ ফুটবলার রাখাও বাধ্যতামূলক করছে আইএফএ৷ এছাড়া কিছু নিয়মেরও পরিবর্তন করা হচ্ছে৷  কি পরিবর্তন? যেমন  কোনও বিদেশি লাল কার্ড দেখলে তাঁর পরিবর্তে ভারতীয় ফুটবলার নামানো যাবে৷ এদিনের বৈঠকে টালিগঞ্জ ছাড়া সব ক্লাবই অংশগ্রহণ করেছিল৷ কলকাতা লিগের দিন এখনও ঠিক করেনি আইএফএ৷ পরে সাংবাদিক সম্মেলন করে দিন জানিয়ে দেবে বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা৷   কলকাতা24*7
১০জুন২০১৬/এমটিনিউজ২৪.কম/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে