শুক্রবার, ১০ জুন, ২০১৬, ০৫:৫২:১৯

ব্যাটে স্টিকার লাগানোর জন্য কোন ক্রিকেটার কত টাকা পান?

ব্যাটে স্টিকার লাগানোর জন্য কোন ক্রিকেটার কত টাকা পান?

স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে বিশ্ব কাঁপানো বর্তমান ক্রিকেটাররা শুধু বিজ্ঞাপনে বা দেশের বোর্ডের কাছ থেকে থাকা পান না। এমনকি খেলার সময় নিদিষ্ট যে ব্যাট নিয়ে তারা খেলে সেই ব্যাটে লাগানো বিভিন্ন কোম্পানির কাছ থেকেও মোটা অংকের টাকা পান ক্রিকেটাররা। চলুন জেনে নেওয়া যাক স্টিকার লাগানোর জন্য কত টাকা পান ক্রিকেটাররা?

বিরাট কোহলি : MRF এর স্টিকার লাগানোর জন্য বিরাট কোহলি পান ৮ কোটি টাকা।
মহেন্দ্র সিং ধোনি : SPARTAN এর স্টিকার ব্যাটে লাগানোর জন্য ধোনি পান ৬ কোটি টাকা।
এবি ডি’ভিলিয়ার্স : দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন এ বি ডিভিলিয়ার্সের ব্যাটে দেখা যায় কোকাবুরার স্টিকার। এর জন্য তিনি পান প্রায় সাড়ে ৩ কোটি টাকা।

রোহিত শর্মা : CEAT এর স্টিকার লাগানোর জন্য রোহিত শর্মা পান ৩ কোটি টাকা।
যুবরাজ সিং : জনপ্রিয় স্পোর্টস ওয়্যারের ব্র্যান্ড PUMA স্টিকার ব্যাটে লাগানোর জন্য যুবরাজ সিং পান ৪ কোটি টাকা।
ক্রিস গেইল : ওয়েস্ট ইন্ডিজ়ের ব্যাটসম্যান ক্রিস গেইলের ব্যাটে SPARTAN এর স্টিকার দেখা যায়। এর জন্য তিনি পান ৩ কোটি টাকা।

সুরেশ রায়না : CEAT-র স্টিকার দেখা যায় মিডল অর্ডার ব্যাটসম্যান সুরেশ রায়নার ব্যাটে। এর জন্য তিনি পান প্রায় আড়াই থেকে তিন কোটি টাকা।
শেখর ধাওয়ান : ধাওয়ানের ব্যাটে দেখা যায় MRF-এর স্টিকার। এর জন্য তিনি পান ৩ কোটি টাকা।

১০ জুন ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে