শুক্রবার, ১০ জুন, ২০১৬, ০৭:০৯:০৯

মেসিকে সরাসরি ব্যক্তিত্বহীন বললেন ম্যারাদোনা

মেসিকে সরাসরি ব্যক্তিত্বহীন বললেন ম্যারাদোনা

স্পোর্টস ডেস্ক : মেসি নিয়ে ম্যারাদোনা মনোভাব দু’বছর আগের মারাকানা কাপ ফাইনালের পর থেকেই যে পাল্টাচ্ছিল, তা কারও অজানা নয়। মেসিকে কেন সেরা ফুটবলারের ট্রফি দেওয়া হবে, তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন দিয়েগো। কিন্তু তাই বলে এ ভাবে? এত মারাত্মক আক্রমণে?

মারাদোনা কি না মেসিকে সরাসরি ব্যক্তিত্বহীন বলে দিলেন!

বৃহস্পতিবার প্যারিসে ফাইভ-আ-সাইড ম্যাচে পেলে ইলেভেন বনাম ম্যারাদোনা ইলেভেন মুখোমুখি হয়েছিল। সেখানে আড্ডার সময় পেলে আচমকাই ম্যারাদোনাকে জিজ্ঞেস করেন, মেসিকে নিয়ে তার ব্যক্তিগত মতামতটা কী? মাইক্রোফোন যে সামনে খোলা, তার কথাবার্তা যে স্পষ্ট সাংবাদিককুল থেকে আমজনতা শুনতে পাচ্ছে, ম্যারাদোনা সম্ভবত খেয়াল করেননি। সোজা বলে দেন, মেসি মানুষ হিসেবে খুব ভাল। কিন্তু ব্যক্তিত্ব বলে ওর কিছু নেই।

‘আরে, ওর তো ভাল লিডার হওয়ার মতো মশলাই নেই। ওর কোনও ব্যক্তিত্ব নেই। নেতা হিসেবে ওকে ভাবা যায় না,’ বলে ফেলেন ম্যারাদোনা। দ্রুত পেলে তাতে ঢুকে পড়েন। পেলে বলে দেন, ‘বুঝলাম। তবে ঠিকই বলেছো। ছেলেটি আমাদের মতো নয়। আমি যখন সত্তরে কাপ জিতেছিলাম, কী সব প্লেয়ার ছিল ব্রাজিলে। রিভেলিনহো, গার্সন, টোস্টাও।’

বলে-ট়লে ফুটবলসম্রাট পেলে আবার জুড়ে দেন, ‘আমার তো এই আর্জেন্টিনাকে ভালও লাগে না। পুরোটাই মেসির উপর নির্ভর করে থাকে। আর দিয়েগো, তুমি যখন বলছো মেসি ভাল প্লেয়ার। কোনও সন্দেহ নেই যে মেসি সত্যি ভাল। কিন্তু এটাও ঠিক যে ওর কোনও ব্যক্তিত্ব নেই!’

১০ জুন ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে