শুক্রবার, ১০ জুন, ২০১৬, ০৮:৪৬:৩২

মিরপুরে ফিরে আসার মিশনে লড়ছেন মুস্তাফিজ

মিরপুরে ফিরে আসার মিশনে লড়ছেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: গতকাল থেকে মিরপুরে শুরু হয়েছে মুস্তাফিজুর রহমানের পুনর্বাসন প্রক্রিয়া। কোচ চন্দিকা হাথুরুসিংহে, ফিজিও বায়েজিদুল ইসলাম ও ট্রেনার মারিও ভিল্লাভারায়াণই ঠিক করেছেন তার করণীয় কাজগুলো।

এদিকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের জিমে মুস্তাফিজের করণীয় কাজ গুলো কিছুটা বুঝিয়ে দিচ্ছেন ভিল্লাভারায়াণ। দুই সপ্তাহ ধারণা করা হলেও ঠিক কত দিন চলবে এই পুনর্বাসন তা এখনো পরিষ্কার নয়। তবে ফিজিও জানিয়েছেন, প্রতি সপ্তাহে মুস্তাফিজের যতটা উন্নতি হবে, সেটির ওপর ভিত্তি করেই পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।


প্রসঙ্গত, আইপিএলে খেলার সময় পায়ে চোট পেয়েছিলেন মুস্তাফিজ। আর তা নিয়ে খেলা চালিয়ে যাওয়াতে কিছুটা ক্ষতির দিকে চলে যায় তার ফিটনেস। এছাড়া জাতীয় দলের এই পেসার পুষ্টিহীনতায়ও ভুগছেন বলে জানা যায়।
১০ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে