শুক্রবার, ১০ জুন, ২০১৬, ০৯:৩২:২৫

চলুন দেখে নিই, ডিপিএলে সেরা রান সংগ্রহকারীরা কে কত রান নিয়েছেন

চলুন দেখে নিই, ডিপিএলে সেরা রান সংগ্রহকারীরা কে কত রান নিয়েছেন

স্পোর্টস ডেস্ক:  এরই মধ্যে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথম পর্যায়ের খেলা শেষ হয়েছে। শীর্ষ ছয় দল সুপার লিগের লড়াইয়ে আগামী সোমবার থেকে মাঠে নামবে। পয়েন্ট তালিকার নিচের দুই দল প্রথম বিভাগে নেমে গেছে।

এখন পর্যন্ত লিগে অংশগ্রহণকারী ১২টি দল ১১টি করে ম্যাচ খেলেছে। সময় এসেছে লিগের প্রথম পর্যায়ের সেরা ব্যাটসম্যানদের তালিকা তৈরী করার।

১. শামসুর রহমান শুভ : টুর্নামেন্টটিতে ব্যাট হাতে দারুণ চমক দেখাচ্ছেন শামসুর রহমান শুভ। এ পর্যন্ত ১টি সেঞ্চুরি ও ৪টি হাফ সেঞ্চুরিসহ ১১ ম্যাচে ৫৫.৮০ গড়ে ৫৫৮ রান করেছেন গাজী গ্রুপের এই ওপেনার।

২. আব্দুল মজিদ : ১১ ম্যাচে ৪৮.৯০ গড়ে এখন পর্যন্ত ৫৩৮ রান করেছেন ভিক্টোরিয়ার ওপেনার আব্দুল মজিদ। শেষ দুই রাউন্ডে দুটি সেঞ্চুরির স্বাদ এবং তিনটি হাফ সেঞ্চুরি পেয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান।

৩. ইমতিয়াজ হোসেন তান্না : প্রাইম দোলেশ্বরের এই ডানহাতি ওপেনার এখন পর্যন্ত ১১ ম্যাচে রান করেছেন ৫২৬। তার মধ্যে ২টি সেঞ্চুরি ও ৩টি হাফ সেঞ্চুরি রয়েছে তার। তার গড় ৫২.৬০। ভালো ব্যাটিং করলেও ১১ ম্যাচে ৩ ইনিংসেই রানের খাতা খোলার আগে আউট হয়েছেন। এ কারণে লিগে বড় ইনিংস খেলেও রানে একটু পিছিয়ে আছেন ইমতিয়াজ।

৪. আল-আমিন : ব্যাটিংয়ে দারুণ পটু আল-আমিন লিগে ১১ ম্যাচে করেছেন ৫০২ রান। ১টি সেঞ্চুরির পাশাপাশি  ৫টি হাফ সেঞ্চুরির ইনিংস খেলেছেন ভিক্টোরিয়ার এই ক্রিকেটার। গড় রান ৫৫.৭৭।

৫. মাহমুদউল্লাহ রিয়াদ : জাতীয় দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ শেখ জামালকে সুপার লিগে উঠাতে না পারলেও ব্যাট হাতে লিগে দারুণ সময় কাটিয়েছেন।

৪৯৭ রান করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২টি সেঞ্চুরি থাকলেও নেই কোনো হাফ সেঞ্চুরির ইনিংস। ৩২টি চারের পাশাপাশি ১০টি ছক্কা হাঁকিয়েছেন মাহমুদউল্লাহ।
১০ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে