শুক্রবার, ১০ জুন, ২০১৬, ০৯:৪২:২৫

ঢাকা প্রিমিয়ার লিগ থেকে চোখের অশ্রুতে বিদায় নিয়েছে যেসব দল, টিকে রইল যারা

ঢাকা প্রিমিয়ার লিগ থেকে চোখের অশ্রুতে বিদায় নিয়েছে যেসব দল, টিকে রইল যারা

স্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম ধাপ শেষ। মোট ১২ টি দল অংশ নেয় এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে। ৬টি দল বাধ পড়েছে টুর্ণামেন্ট থেকে। ৬টি দল সুপার সিক্স নিশ্চিত করেছে।

পয়েন্ট তালিকায় সবচেয়ে বড় চমক ভিক্টোরিয়ার। আবদুল মাজিদ ও আল আমিন দুর্দান্ত ব্যাটিং করে এই ধাপে শীর্ষে আনেন তাদের দলকে।  ঢাকা প্রিমিয়ার লিগ থেকে চোখের অশ্রুতে বিদায় নিয়েছে যেসব দল, টিকে রইল যারা এ নিয়ে এবারের প্রতিবেদন।

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব,  মোহামেডান স্পোর্টিং ক্লাব,  প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব,  আবাহনী লিমিটেড,  লেজেন্ডস অব রূপগঞ্জ ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব লড়াইয়ে টিকে রয়েছে।

সুপার সিক্স নিশ্চিত করেছে তারা। ভাগ্য খারাপ মাশরাফির। শেষ দিকে জ্বলে ওঠার পরেও লাভ হয়নি। পয়েন্ট ব্যবধানে কলাবাগান ক্রীড়া চক্র হেরে গেছে প্রাইম ব্যাংকের বিপক্ষে।

কলাবাগান ক্রীড়া চক্র,  গাজী গ্রুপ ক্রিকেটার্স, শেখ জামাল ধানমন্ডি ক্লাব,  ব্রাদার্স ইউনিয়ন,  ক্রিকেট কোচিং স্কুল ও কলাবাগান ক্রিকেট একাডেমি  ছিটকে গেছে লড়াই থেকে।

ঢাকা প্রিমিয়ার লিগের বাকি আসরে আর দেখা যাবে না এই ৬ দলকে। তবে বেশি অক্ষেপ থাকবে মাশরাফির। কেননা প্রাইম ব্যাংকের সমান সংখ্যেক ১২ পয়েন্ট পেয়েও রেটিং পয়েন্টের কারণে আসর থেকে বিদায় নিতে হয়েছে তার দলকে।      

দেখে নিন-এবারের ঢাকা প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিল-

 দলের নাম                         মোট ম্যাচ          পয়েন্ট

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব           ১১                   ১৫

মোহামেডান স্পোর্টিং ক্লাব        ১১                   ১৪

প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব   ১১                   ১৪

আবাহনী লিমিটেড                 ১১                   ১৪

লেজেন্ডস অব রূপগঞ্জ            ১১                   ১৪

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব        ১১                    ১২

কলাবাগান ক্রীড়া চক্র             ১১                     ১২

গাজী গ্রুপ ক্রিকেটার্স             ১১                      ১০

শেখ জামাল ধানমন্ডি ক্লাব       ১১                       ১০

ব্রাদার্স ইউনিয়ন                    ১১                        ৯

ক্রিকেট কোচিং স্কুল              ১১                          ৪

কলাবাগান ক্রিকেট একাডেমি   ১১                        ৪
১০ জুন ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে