শুক্রবার, ১০ জুন, ২০১৬, ১০:০৮:৪৮

অবশেষে মুস্তাফিজকে নিয়ে দুঃসংবাদ পেল সাসেক্স, এখন যা করবেন কাটার মুস্তাফিজ

অবশেষে মুস্তাফিজকে নিয়ে দুঃসংবাদ পেল সাসেক্স, এখন যা করবেন কাটার মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিস্ময় বোলার মুস্তাফিজুর রহমানের কাউন্টি খেলার বিষয়ে দুঃসংবাদ পেয়েছে সাসেক্স। আজ ১০ জুন মাঠে কাউন্টিতে মুস্তাফিজ মাঠে নামবেন বলে আশায় বুক বেঁধেছিলেন সাসেক্সের অধিনায়ক লুক রাইট।

কিন্তু লুক রাইটের আশায় গুড়েবালি। মুস্তাফিজ ইস্যুতে দুঃসংবাদ পেয়েছে তারা। মুস্তাফিজ ঢাকায় আসার পর তাকে পুনর্বাসন প্রক্রিয়ায় আনার কাজ শুরু করে বিসিবি। সাসেক্স প্রত্যাশা করেছিল মুস্তাফিজ এমনিতেই উড়াল দেবেন তাদের দলে খেলার জন্য। কিন্তু এখন বিসিবির চিকিৎসকদের অধীনে থাকবেন মুস্তাফিজ।

বিসিবি থেকে জানানো হয় মুস্তাফিজ খেলার জন্য মোটেই ফিট নন। তাকে মাঠে নামতে হলে আরও ১৫দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে।

চলছে রমজান মাস। আর ১৫ দিন পরেও তিনি কতটা ফিট হবেন সেটি দেখার বিষয়। অন্যদিকে মুস্তাফিজকে খেলার জন্য বিসিবি চিকিৎসকরা কি বলেন সে উত্তর মিলবে বেশ কিছু দিন পর।

প্রসঙ্গত, ৩ জুন থেকে মুস্তাফিজের সাথে আর্থিক চুক্তি করে সাসেক্স। কিন্তু মুস্তাফিজকে সাসেক্স পাবে কিনা সেটি নিয়েই শঙ্কা। এক কথায় মুস্তাফিজ কি অদৌ এবারের কাউন্টি খেলতে পারবেন। রয়েছে এই শঙ্কা।
১০ জুন ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে