স্পোর্টস ডেস্ক: সামনে খেলোয়াড়দের ব্যস্ত সূচি। তাই ঈদের দিনেও মেলেনি ছুটি। অবশেষে কি আর করার ছুটিবিহীন ঈদ কাটালেন যুবা ফুটবল দল।
২৭ তারিখ পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আর ২ অক্টোবর থেকে শুরু হচ্ছে, এএফসি অনুর্ধ্ব-১৯ বাছাই পর্ব। তাই পরিবার পরিজন ছেড়ে নিজ নিজ ক্যাম্পেই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন খেলোয়াড়েরা।
তবে সবার লক্ষ টুর্নামেন্টে ভাল করা। আর ঈদে যুবাদের জন্য বিশেষ আয়োজন করে ফুটবল ফেডারেশন।
অন্যদিকে, একদিন পরেই পাকিস্তান সফরের উদ্দেশে দেশ ছাড়বে নারী ক্রিকেট দল।
ছুটি নেই তাদেরও।
টিভি সিরিয়াল কিংবা সতীর্থদের সাথে বিভিন্ন গেম বোর্ডে নিজেদের মত করে ঈদের দিনটা পার করছেন ক্রিকেটাররা।
তবে অভিভাবকের মত এদিনও মেয়েদের সঙ্গ দিয়ে গেছেন দলের কোচ চাম্পিকা গামাগে।
কথা দিয়েছেন পূরণ করবেন নারী ক্রিকেটারদের ঈদীর আবদার।
যদিও পেশাগত কারনে বাড়ী ছাড়া ঈদ, নতুন কিছু নয় নারী ক্রিকেট দলের জন্য। তবে এই বিশেষ দিনেও, চেষ্টার ত্রুটি থাকে না প্রিয়জনদের সান্নিধ্য পেতে।
২৫ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস