স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম এবারের ঈদ অন্যসব ধর্মপ্রাণ মুসলমানদের সাথে প্রাণের আনন্দে কাটিয়েছেন গ্রামের বাড়ি বগুড়াতে। ঈদের মাঠে গিয়ে মুসল্লিদের সাথে হাসিমাখা মুখটি দেখেই তা অনুমান করা যায়। শুধু ঈদের মাঠেই নয়, এবারের ঈদে মুশফিকের আনন্দের আরো একটি বিষয় হচ্ছে তিনি নিজের গুরু নিজেই জবাই করে কোরবানি করেছেন। কোরবানি পর তার ফেসবুক ফ্যান পেজে নিজেই সেই ছবি আপলোড করেছেন মুশি।
ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে ধর্মপ্রাণ মুসলমানেরা কোরবানি করে থাকেন। ধর্মীয় নিয়মমতে, কোরবানি নিজ হাতেই দেয়া উত্তম। কিন্তু বাস্তবে বেশিরভাগ মানুষই অন্যদের দিয়েই দিয়ে থাকেন নিজের কোরবানি।
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে স্টিভেন স্মিথের নেতৃত্বে অস্ট্রেলিয়া ক্রিকেট দল ঢাকায় আসছে আগামী ২৮ সেপ্টেম্বর। এরপর মিরপুরে টানা চারদিন অনুশীলন শেষে ৩ অক্টোবর থেকে বিসিবি একাদশের বিপক্ষে ফতুল্লায় একটি তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে অজিরা। এরপর শুরু হবে টেস্ট সিরিজ। সিরিজের প্রথম টেস্ট ম্যাচ ৯ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ১৭ অক্টোবর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে।
২৫ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ