স্পোর্টস ডেস্ক : ডিসেম্বরের দ্বিপাক্ষিক সিরিজে ভারত পাকিস্তানকে বয়কট করলে আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ইভেন্টগুলোতে ভারতকে পাল্টা বয়কট করা হবে৷ ভারতীয় ক্রিকেট বোর্ডের উদ্দেশ্যে হুমকি দিয়েছেন পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান৷
২০১৫ আইসিসি বিশ্বকাপের বিজ্ঞাপন ছিল এই ম্যাচটাই৷ অ্যাডিলেড ওভালে ভারত বনাম পাকিস্তান৷ কিন্তু ভবিষ্যতে এ ছবি আর দেখা যাবে কিনা তা নিয়েই প্রশ্ন পাক ক্রিকেট বোর্ডের৷
ডিসেম্বরের দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশার মধ্যেই পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান শুক্রবার স্পষ্ট হুমকি দিয়ে রাখলেন, ডিসেম্বরে ভারত পাকিস্তানের সঙ্গে ভারতের মাঠে বা আরব আমিরাতে সিরিজ খেলতে সম্মত না হলে আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের যাবতীয় ইভেন্টেও ভারতকে বয়কট করবে তারা৷
এক পাক দৈনিককে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
ডিসেম্বরের ভারত-পাক সিরিজ সম্পর্কে এখনো পর্যন্ত কিছু চূড়ান্ত করা হয়নি৷ কিন্তু ভারতীয় বোর্ড যদি আনুষ্ঠানিকভাবে ওই সিরিজে না খেলার কথা ঘোষণা করে, সেক্ষেত্রে আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সবক’টি ইভেন্টে ভারতকে বয়কট করবে পাকিস্তান৷
এই হুঁশিয়ারি দিয়েই ভারত-পাক ক্রিকেট তরজায় সুকৌশলে আইসিসিকেও জড়িয়ে দেয়া হলো বলে ক্রিকেট মহলের ধারণা৷ আইসিসি বা এসিসির ইভেন্ট বলতে মূলত বিশ্বকাপ, টি-২০ বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি ও এশিয়া কাপের মত টুর্নামেন্টগুলিকেই বোঝায়৷
যেখানে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সবচেয়ে বেশি মুনাফা তোলে ভারত-পাকিস্তান ব্লকবাস্টারগুলো থেকে৷ অথচ আইসিসি টুর্নামেন্টগুলোতে এশিয়ার এই দুই শক্তি যদি পরস্পরের মুখোমুখিই না হয়, তাহলে তো আইসিসির ভাঁড়ারে টান!
তাহলে কী ভারতকে পাল্টা বয়কটের হুমকি দিয়ে আইসিসির মাধ্যমে ভারতের ওপর পাল্টা চাপ তৈরির কৌশল নিলেন পোড় খাওয়া এই পাক-কূটনীতিক, প্রশ্ন ক্রিকেট মহলে৷
২৫ সেপ্টেম্বর/এমটিনিউজ২৪/এমআর/এসএম