শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:৪৬:১২

আবারো সাঙ্গাকারার দুর্দান্ত সেঞ্চুরি

আবারো সাঙ্গাকারার দুর্দান্ত সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার পর শ্রীলঙ্কার বাঁ হাতি ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারার সেঞ্চুরির খিদেটা মনে হয় বেড়ে গেছে। ক'দিন আগেই অবসর নেওয়া সাঙ্গাকারা কাউন্টি ক্রিকেটে এখন রয়েছেন দুর্দান্ত ফর্মে। মাঠে নামলেই করছেন একের পর এক সেঞ্চুরি। এরই ধারাবাহিকাতায় সারের জার্সিতে পঞ্চম শতরানটি অবলীলায় করে ফেললেন তিনি।

বৃষ্টিতে প্রথম দিনের খেলা ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় দিনে সাঙ্গাকারার ১০১ রান করেন। কিন্তু সেঞ্চুরির পর আর বেশি দূর এগোতে পারেননি তিনি। রবি কিওর বলে ক্যাচ আউট হয়ে যান। দিনের শেষে তার শতরানের সৌজন্যে নর্থহ্যাম্পটনশায়ারের বিরুদ্ধে সারের রান ৮ উইকেট হারিয়ে ৩৭৮। ক্রিজে ৫২ রানে অপরাজিত রয়েছেন সারের স্যাম কুরে।

কুমার সাঙ্গাকারা ২৩৩টি প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচ খেলেছেন। রান করেছেন ১৮ হাজার ৩৯। গড় ৫০.৮৪। ১৯৯৭-৯৮ মৌসুমে শ্রীলংকার প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়েছিল সাঙ্গাকারার। এর পর ২০০০ সালে টেস্ট অভিষেক হয় তার। আন্তর্জাতিক ক্ষেত্রে টেস্ট ক্রিকেটে সাঙ্গাকারার রানের গড় প্রথম শ্রেণীর চেয়ে অনেক ভালো। ৫৮.০৪। এই অসাধারণ গড় নিয়ে ১৩২ টেস্ট খেলা ব্যাটসম্যান খুব বেশি নেই। টেস্টে ৩৮টি সেঞ্চুরিসহ বারো হাজারের ওপর রান করেছেন তিনি।
সূত্র: ক্রিক ইনফো
২৫ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে