মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬, ০১:১৮:৫৮

‘ফিরে এসো মেসি, দেশকে তোমার অনেক কিছু দেওয়ার বাকি’

‘ফিরে এসো মেসি, দেশকে তোমার অনেক কিছু দেওয়ার বাকি’

স্পোর্টস ডেস্ক: আবেগী মেসির সিদ্ধান্ত দেশীয় ফুটবলে তিনি আর ফিরবেন না। কিন্তু তার লক্ষ-কোটি ভক্তের আবদার, মেসি তুমি ফিরে এসো। তোমাকে আমরা চাই। এমনকি তাকে ফিরে আসার আহ্বান জানিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা।

তিনি বলেছেন, 'মেসিকে অবশ্যই জাতীয় দলে থাকতে হবে। এখনো তার অনেক কিছু দেয়া বাকি। সে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য রাশিয়ায় ফিরবে।'

শতবর্ষী কোপার ফাইনালে টাইব্রেকারে চিলির কাছে হেরে নিজেকে খেই হারিয়ে ফেলেন মেসি।  সিদ্ধান্ত নেন তিনি আর দেশির জার্সিতে খেলবেন না। এ দিন তার ভুল শটে কপাল পুড়ে আর্জেন্টিনার। এরপর মাঠেই মেসি কান্নায় ভেঙে পড়েন।

ম্যাচ শেষে মেসি বলেন, 'নিজের সঙ্গে বারবার কথা বলেছি এবং অনেক মানুষও এমনি চায়। আমি সত্যিই ক্লান্ত। কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই এই সিদ্ধান্ত নিতে হল, কর্তৃপক্ষ বিবেচনা করবেন।'

মেসির অবসরের সিদ্ধান্ত নিয়ে দেশটির কিংবদন্তি ম্যারাডোনা বলেন, 'মেসি ফিরে এসো, দেশকে তোমার এখনো অনেক কিছু দেওয়ার বাকি। তোমার ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ খেলা উচিত। আশা করি তুমি থাকবে এবং রাশিয়া বিশ্বকাপে গিয়ে চ্যাম্পিয়ন হবে।'

আর্জেন্টিনার গণমাধ্যম লা ন্যাসিয়নকে তিনি বলেন, 'আমি তার সঙ্গে কথা বলব। তারা (এএফএ) তাকে একা ছেড়ে দিয়েছে। আমি তাকে একা চলে যেতে দেব না।'

ম্যারাডোনা আরো বলেন, 'মেসির ওপর দলের অন্যরাও নির্ভর করে। সে তাদের এগিয়ে যেতে সহায়তা করে। সত্যিই যদি সে ফিরে না আসে, আর্জেন্টিনা দলে বিপর্যয় নেমে আসবে।'
২৮ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে