মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬, ০৩:০৮:৪১

শুধু হারই নয় আরও ৪ কারণে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মেসি

শুধু হারই নয় আরও ৪ কারণে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মেসি

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির বয়স মাত্র ২৯ বছর। এই বয়সেই ফুটবলকে বিদায় জানাচ্ছেন মেসি। শুধু হারই নয় তার অবসরের পেছনে রয়েছে ৪টি কারণ। এসব কারণে অবসর গ্রহণ করেছেন তিনি।

এমন খবর জানিয়েছে ফক্স স্পোর্টস। স্বপ্ন ভঙ্গের দিনেই এসব কারণ মনে করে সিদ্ধান্ত নেন লিওনেল মেসি। মেসির অবসর নিয়ে বিশ্লেষণ তুলে ধরা হলো।

১. পেনাল্টি মিস: দ্বিতীয় পেলান্টি শর্টটি মিস করেন মেসি। চিলির বিপক্ষে ফাইনালে টাইব্রেকারে চিলির প্রথম শর্ট ঠেকিয়ে দেন রোমারিও। কিন্তু এর পরে মেসির শর্ট বাইর দিয়ে যায়। মন খারাপ হয়ে যায় মেনি। পরে দেখা গেলো সেই চিলির কাছে হারতেই হলো আর্জেন্টিনাকে।

২. স্বদেশি মিডিয়ার সমালোচনা: মেসিকে নিয়ে কড়া সমালোচনা দেশি মিডিয়ায়। নিজ দেশের মিডিয়ার দিকে দৃষ্টি থাকে মেসির। মিডিয়ার অভিযোগ, মেসি যতটা না আর্জেন্টিনার, তার চেয়ে বেশি বার্সেলোনার। দেশের জন্য কোনো শিরোপা জিততে পারেনি নি মেসি। এ বেদনা মেসির।
 
৩. আর্জেন্টিনা ফুটবল সংস্থা: ফাইনাল ম্যাচের আগেই নিজ দেশের ফুটবল কর্তপক্ষের বিপক্ষে কথা বলেন মেসি। বিমানবন্দরে তাদের জন্য নির্ধারিত ফ্লাইটটি দেড়ি হওয়ায় সেখানে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। পরে নিজ দেশের ফুটবল কর্তৃপক্ষের সমালোচনা করেন।

ম্যারাডোনার : দেশের হয়ে কিছু পারেন না সেমি। যে যোগ্য অধিনায়ক নয়। এসব কথা ম্যারাডেনার। ম্যারাডোনা মাঝে মাঝে বলেন, তিনি বিশ্বকাপ জিতিছেন। কিন্তু মেসি বরাবরই ব্যর্থ হচ্ছেন।

এসব কারণে মেসি মানসিকভাবে আঘাত পেয়েছেন। পরে তিনি অবসরের সিদ্ধান্ত নেন।
২৮ জুন ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে