মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬, ০৩:৩১:১৫

সাকিব-গেইলদের নিয়ে আশাবাদী জ্যামাইকান কোচ

সাকিব-গেইলদের নিয়ে আশাবাদী জ্যামাইকান কোচ

স্পোর্টস ডেস্ক: আগামীকাল পর্দা উঠছে জমজমাট টি-২০ আসর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল)। সিপিএলে একামত্র বাংলাদেশী হিসেবে প্রথম আসরের চ্যাম্পিয়ন জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

এরই মধ্যে সাকিব আল হাসান দলের সঙ্গে যোগ দিয়েছেন। শনিবার সাকিবদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ সেন্ট কিটস এন্ড নেভিস। সাকিবদের নিয়ে বেশ আত্মবিশ্বাসী জ্যামাইকার কোচ পল নিক্সন।

ওয়েস্ট ইন্ডিজের দ্যা ব্লেনার পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে নিক্সন বলেন, ‘আমরা আমাদের প্রতিপক্ষকে যথেষ্ট সম্মান করি, কিন্তু তাদেরকে ভয় পাই না। টুর্নামেন্টে বিশ্বসেরা অনেক ক্রিকেটার অংশ নেবে। আমি প্রতিপক্ষের ১১ ব্যাটসম্যানকে সাজঘরের পথে হেঁটে যেতে দেখতে চাই।’

দল হিসেবে জ্যামাইকাকে অন্যদের থেকে এগিয়ে রাখতে হবে। বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল রয়েছেন এই দলে। আছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব, শ্রীলঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা। বিধ্বংসী অলরাউন্ডার আন্দ্রে রাসেলের সঙ্গে আছেন দক্ষিণ আফ্রিকার গতি দানব ডেল স্টেইন।
নিক্সন অারও বলেন, ‘তারুণ্যের পাশাপাশি অভিজ্ঞদের অভিজ্ঞতা আমাদের কাজে আসবে।আমি আশাকরি সিপিএলে আমার দল চ্যাম্পিয়ন হবে’।
২৮ জুন ২০১৬/এমটি নিউজ২৪/তারিকুল/টিআই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে