মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬, ০৫:১২:২৩

ক্যারিবীয়নদের রেটিং উন্নতিতে কঠিন বিপদে মাশরাফি বাহিনী

ক্যারিবীয়নদের রেটিং উন্নতিতে কঠিন বিপদে মাশরাফি বাহিনী

স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজে নিজেদের সেরাটা দেখিয়ে ওডিয়াই র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের খুব কাছে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আসরটিতে ভালো পারফরম্যান্সের সুবাধে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তাদের খাতায় যোগ হয়েছে ৬ রেটিং পয়েন্ট। অর্থাৎ ৯৪ পয়েন্ট নিয়ে ওডিআই র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের খুব কাছে অবস্থান করছে দলটি।

সর্বশেষ আইসিসি কর্তৃক প্রকাশিত র‌্যাঙ্কিং অনুযায়ী সাত নম্বরে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯৮। আর বর্তমানে ক্যারিবীয়ানদের রেটিং পয়েন্ট ৯৪। আর মাত্র চার পয়েন্ট হলেই টাইগারদের ছুঁয়ে ফেলবে তারা।  আর তাই বলা চলে মাশরাফি বাহিনী এখন কঠিন বিপদের সম্মুখীন।

দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে ত্রিদেশীয় সিরিজটির ফাইনাল অবধি পৌঁছেছিল ক্যারিবীয়রা। ফাইনাল ম্যাচটিতে তারা অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়।

এদিকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি এখনো অস্ট্রেলিয়াই ধরে রেখেছে। তাদের অর্জিত পয়েন্ট ১২৩। এরপর দ্বিতীয়স্থানে ১১৩ পয়েন্ট নিয়ে রয়েছে নিউজিল্যান্ড। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় র‌্যাঙ্কিংয়ের একধাপ অবনমন হয়েছে দক্ষিণ আফ্রিকার। তারা ১১০ পয়েন্ট চতুর্থস্থানে রয়েছে। আর সমান পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে উঠে এসেছে ভারত।

ইংল্যান্ড-শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজের ফলে ইংল্যান্ড ১০৪ পয়েন্ট নিয়ে পঞ্চমস্থানে উঠে এসেছে। আর সমান পয়েন্ট নিয়ে ষষ্ঠস্থানে নেমে এসেছে শ্রীলঙ্কা।

প্রসঙ্গত, মাশরাফি বাহিনীর  রেটিং দিন দিন কমে যাওয়ার মুল কারণ আন্তর্জাতিক ম্যাচের ঘাটতি। আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডার খুব কমই সূচি রয়েছে তাদের। এর ফলে এগিয়ে যাচ্ছে অনেক পেছনে থাকা দল গুলো।
২৮ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে