মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬, ০৭:৪৭:৫২

বিসিবি জানাল, কখন কোথায় হবে ম্যাচ বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ

বিসিবি জানাল, কখন কোথায় হবে ম্যাচ বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ

স্পোর্টস ডেস্ক: আর মাত্র একমাস পরই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। অর্থাৎ আগামী ৩০ সেপ্টেম্বর বাঘের ডেরায় পা রাখবে ইংল্যান্ড ক্রিকেট দল।

আজ (মঙ্গলবার) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করলো।

এর আগে এ বিষয়ে সংবাদ প্রকাশ করেছিল ক্রিকইনফো। তবে বাকি ছিল বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা।  

সূচি অনুযায়ী দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে মধ্যে ওয়ানডে সিরিজ দিয়েই শুরু হবে ইংল্যান্ড সফর।

তবে সফরের প্রথম অংশে ফতুল্লায় প্রস্তুতিমূলক ওয়ানডে খেলবে ইংল্যান্ড। চার অক্টোবর প্রস্তুতি ওয়ানডে খেলার পর সাত ও নয় অক্টোবর সিরিজের প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামতে তারা। এই ম্যাচ দুটি হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। ১২ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডে খেলবে বাংলাদেশ।

তারপর প্রথম টেস্টের আগে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ১৪ থেকে ১৭ অক্টোবর দুই দিনের দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইংলিশরা। সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে ২০ অক্টোবর থেকে। সিরিজের শেষ ম্যাচ খেলতে দুই দল আবার ফিরবে ঢাকায়। ২৮ অক্টোবর থেকে মিরপুরে হবে দ্বিতীয় টেস্ট।

পূর্ণাঙ্গ সূচিঃ

সেপ্টেম্বর ৩০ : ইংল্যান্ডের আগমন

অক্টোবর ৪ : ওয়ানডে প্রস্তুতি ম্যাচ, ফতুল্লা

অক্টোবর ৭: প্রথম ওয়ানডে, মিরপুর

অক্টোবর ৯: দ্বিতীয় ওয়ানডে, মিরপুর

অক্টোবর ১২: তৃতীয় ওয়ানডে, চট্টগ্রাম

অক্টোর ১৪-১৭ অক্টোবর : দুটি দুইদিনের প্রস্তুতি ম্যাচ

অক্টোবর ২০: প্রথম টেস্ট, চট্টগ্রাম

অক্টোবর ২৮: দ্বিতীয় টেস্ট, মিরপুর
২৮ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে