মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬, ০৮:৫৫:০০

‘রাশিয়া বিশ্বকাপের জন্য নিজেকে তৈরি কর মেসি, হয়তো সেই বিশ্বকাপ তোমার হাতে উঠবে’

‘রাশিয়া বিশ্বকাপের জন্য নিজেকে তৈরি কর মেসি, হয়তো সেই বিশ্বকাপ তোমার হাতে উঠবে’

স্পোর্টস ডেস্ক: গতকাল সোমবার কোপা আমেরিকার শতবর্ষী ফাইনাল ম্যাচে চিলির কাছে হেরে লিওলেন মেসি হঠাৎ অবসর গ্রহণের সিদ্ধান্তে আলোড়ন তৈরি হয়েছে গোটা ফুটবলবিশ্বে।
দিয়েগো ম্যারাডোনা, আর্জেন্টিনার প্রেসিডেন্ট পর্যন্ত মেসিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনুরোধ করেছেন। মেসি কী করবেন তা তিনিই ভাল বলতে পারবেন। গোটা বিশ্বের ভক্তদের অনুরোধে যদি শেষপর্যন্ত মেসি সিদ্ধান্ত বদলে করে মাঠে ফেরেন তাহলে খুশি হবেন সবাই।

খেলোয়াড়ি জীবনে সাফল্য ও ব্যর্থতা হাত ধরাধরি করে হাঁটে। কখনও সাফল্য এসে ধরা দেয়। আবার কখনও ব্যর্থতাই সঙ্গী হয়। মেসির ক্ষেত্রেও সেটাই হয়েছে। ক্লাব বার্সেলোনার হয়ে দারুণ সফল। অথচ দেশের জার্সিতে তিনি সফল নন। এমনও অনেক ফুটবলার রয়েছেন যাঁরা দেশের হয়ে বিশ্বকাপ না জিতেও সেরা ফুটবলারের মুকুট পরেছেন।

তাদের তালিকা যথেষ্ট লম্বা। এখনও পর্যন্ত মেসি দেশের হয়ে তিনটি বিশ্বকাপে প্রতিনিধিত্ব করেছেন। কিন্তু বিশ্বকাপ তাঁর ধরাছোঁয়ার বাইরে। সামনে ২০১৮-র রাশিয়া বিশ্বকাপ। তার আগেই মেসি জানিয়ে দিলেন, অনেক হয়েছে আর নয়।

মেসির মুখে এমন কথা শুনে সাবেক শুরু ম্যারাডোনা বলছেন, মেসিকে জাতীয় দলে থাকতে হবে। রাশিয়ায় বিশ্ব চ্যাম্পিয়ন হতে গেলে মেসিকে দরকার। ও যদি ভালো ফর্ম নিয়ে রাশিয়া যায়, তবে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হবে।  অপেক্ষার ফল কিন্তু ভালই হয়। রাশিয়া বিশ্বকাপের জন্য নিজেকে তৈরি কর মেসি। হয়তো সেই বিশ্বকাপেই মেসির হাতে উঠবে অমূল্য বিশ্বকাপ। ।
২৮ জুন,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে