মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬, ০৯:১৮:১৯

১০ জন সন্দেহজনক বোলারের বোলিং অ্যাকশন শোধরাবে বিসিবি

১০ জন সন্দেহজনক বোলারের বোলিং অ্যাকশন শোধরাবে বিসিবি

স্পোর্টস ডেস্ক: ঘরোয়া ক্রিকেটে বোলিং অ্যাকশন অভিযুক্ত এমন ১০ জন সন্দেজনক বোলারের বোলিং অ্যাকশন  শোধরাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২০ জুলাই আনুষ্ঠানিক ভাবে প্রথম পর্বের কাজ শুরু করবে মাশরাফিদের ক্রিকেট বোর্ড।

মঙ্গলবার মিরপুরে বিসিবি কার্যালয়ে বোলিং অ্যাকশন রিভিউ কমিটির বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন চেয়ারম্যান জালাল ইউনুস। অভিযুক্ত বোলারদের সংশোধনে মিনি বায়োমেটিক ল্যাব তৈরি করার পরিকল্পনার কথা জানান জালাল ইউনুস।

জালাল ইউনুস বলেন, ১১ জনের মধ্যে ১০ জনকে নিয়ে আমরা কাজ করবো। আরাফাত সানিকে নিয়ে জাতীয় দলের ম্যানেজমেন্ট কাজ করায় আমরা তাকে নিয়ে কাজ করছি না। আগামী ২০, ২১, ২৫ ও ২৬ জুলাই অভিযু্ক্ত ১০ বোলারকে নিয়ে প্রাথমিক পর্যবেক্ষণ করা হাবে। একদিনে তিনজন করে বোলারকে পর্যবেক্ষণ করবো আমরা।

অ্যাকশন শুদ্ধ কিংবা অশুদ্ধ এটি নির্ণয়ের জন্য ক্যামেরা ও সফটওয়্যার আগামী ২০ তারিখের আগেই নিয়ে আসা হবে বলে জানান জালাল ইউনুস, অ্যাকশন নির্ণয়ের জন্য আমাদের কিছু ক্যামেরা লাগবে। কিছু সলিউশন লাগবে।
টু-ডি সলিউশন আনার চিন্তা করছি। আর কিছু ক্যামেরা লাগবে। ২০ তারিখের মধ্যে আমরা যোগাড় করে ফেলবো। কাজ আরও ব্যাপক মনে হলে থ্রি ডি সলিউশন আনতে হবে। আইসিসির সঙ্গে কথা বলছি বাইরেও কথা হচ্ছে। কার্ডিফে, চেন্নাইয়ে কথা বলছি। এটা প্রয়োজন হতে পারে দ্বিতীয় ধাপে। প্রথম ধাপে যদি আমরা কাজ সমাধান করতে পারি তাহলে আর দরকার হবে না।
২৮ জুন,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে