মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬, ১০:১২:৪২

‘সমালোচকদের গুরুত্ব দেওয়া উচিত নয় মেসির’

‘সমালোচকদের গুরুত্ব দেওয়া উচিত নয় মেসির’

স্পোর্টস ডেস্ক : ফুটবলের ব্যাপারে সাধারণত দেখা যায় ফুটবল প্রেমীরা দুই দলে বিভক্ত। একটি হলো ব্রাজিল আর অন্যটি হলো আর্জেন্টিনা। ফুটবল কিংবদন্তিদের বেশিরভাগই এই দুই দেশের। শ্রেষ্ঠত্বের লড়াইয়ের জন্য হলেও এই দুই দেশের মধ্যে রয়েছে এক ধরনের দ্বন্দ্বাত্মক প্রতিযোগিতা। ঠিক যেমনটি ক্রিকেটে ভারত আর পাকিস্তান।

ব্রাজিলের পেলে আর আর্জেন্টিনার ম্যারাডোনা। এক দেশের কেউ আরেক দেশের কাউকে খোঁচা দিয়ে কথা বললে সেও ছেড়ে দেন না। এভাবে এই দুই দেশের সাবেক ও বর্তমান ফুটবলারদের মধ্যে একটা দ্বন্দ্বাত্মক পরিস্থিতি বিরাজ করে। তবে আন্তর্জাতিক ফুটবল থেকে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির অবসরের ঘোষণায় চুপ থাকতে পারেন নি আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের ফুটবলার দানি আলভেজ।

মেসিকে সমালোচকদের পাত্তা না দেওয়ার পরামর্শ দিয়েছেন তার এই সাবেক বার্সেলোনা সতীর্থ। টাইব্রেকারে চিলির কাছে ৪-২ গোলে হারের পর ফুটবল বিশ্বকে চমকে দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন হতাশ ও ব্যথিত মেসি। এর আগে ২০০৭ ও ২০১৫ সালের কোপা আমেরিকাসহ ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে হারেন ৫৫ গোল নিয়ে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা মেসি।

বার্সেলোনা থেকে ইউভেন্তুসে নাম লেখানো ব্রাজিলিয়ান ডিফেন্ডার আলভেস বলেন, আমি শেষটা দেখিনি কারণ, দেরি হয়ে গিয়েছিল এবং আমার কাজ ছিল। মেসির মহত্ত্ব কেউ সরিয়ে নিতে পারবে না। তার সমালোচনা করা লোকের সংখ্যা অল্প এবং তাদের গুরুত্ব দেওয়া উচিৎ নয় তার।

মেসির মতো একজনের বন্ধু হতে পারাটা আনন্দের উল্লেখ করে আলভেস বলেন, যারা সম্মান করে অবশ্যই তাকে সেই মানুষদের সঙ্গে থাকতে হবে; যারা তাকে তাচ্ছিল্য করে তাদের সঙ্গে নয়।
২৮ জুন ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে