মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬, ১০:৩০:৩৫

‘আমিরের বোলিংয়ের গতি, সুইং এবং নিয়ন্ত্রণের দিকে তাকালেই বুঝাবেন’

‘আমিরের বোলিংয়ের গতি, সুইং এবং নিয়ন্ত্রণের দিকে তাকালেই বুঝাবেন’

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান ক্রিকেট টেস্ট দলের অধিনায়ক মিসবাহ-উল-হক বলেছেন, মোহাম্মদ আমিরের বোলিংয়ের গতি, সুইং এবং নিয়ন্ত্রণের দিকে তাকালেই বুঝাবেন, এখনো বিশ্বের সেরা বোলার হওয়ার যোগ্যতা আছে তার।

স্পট ফিক্সিংয়ে নিষিদ্ধ হওয়ার পর আমির পাঁচ বছর ক্রিকেট থেকে দূরে থাকেলও তার এখনও বিশ্বজয় করে নেয়ার মতন সামর্থ্য আছে বলে আশাবাদ ব্যক্ত করেন মিসবাহ।

তার মতে, আমিরের ক্রিকেট ক্যারিয়ারের পাঁচ বছর হারালেও নিজের বোলিংয়ের যোগ্যতা হারাননি। সোমবার সাউদাম্পটনের রোজ বল মাঠে সাংবাদিকদের সাথে কথা বলার সময় মিসবাহ হক উল এসব কথা বলেন।

আগামী মাসে ইংলিশদের বিপক্ষে টেস্ট দলে ফিরছেন আমির। ইংল্যান্ড সফরে ২৪ বছর বয়সী আমিরের উপরেই সবচেয়ে বেশি আস্থা রাখেছেন মিসবাহ। জুলাইয়ের ১৪ তারিখ থেকে পাকিস্তান এবং ইংল্যান্ড ৪টি টেস্ট পাঁচটি ওয়ানডে ও ১টি মাত্র টি-টোয়েন্টি খেলবে। পাকিস্তান দল এখন ইংল্যান্ডে অবস্থান করছে।
২৮ জুন,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে