মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬, ১০:৫৭:৪৭

ব্রাজিল ভক্তদের জন্য সুখবর!

ব্রাজিল ভক্তদের জন্য সুখবর!

স্পোর্টস ডেস্ক : ব্রাজিল ভক্তদের জন্য সুখবরই বলা যেতে পারে। এবার এশিয়াতে অর্থাৎ চীনের মাটিতে সাংহাই এসআইপিজির হয়ে খেলবেন ব্রাজিলের হাল্ক। এশিয়ান ট্রান্সফার ফির রেকর্ড গড়ে চীনের ক্লাব সাংহাই এসআইপিজি জেনিতের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হাল্ককে চুক্তিবদ্ধ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

হাল্ককে পেতে সাংহাই এসআইপিজি ৪ কোটি ৫৭ লাখ পাউন্ড খরচ করছে বলে খবর দেয় সংবাদমাধ্যম।

মেডিক্যাল পরীক্ষার জন্য আগামী বুধবার ২৯ বছর বয়সী হাল্কের চীনে যাওয়ার কথা। এর আগে শাখতার দোনেৎস্কের ব্রাজিলিয়ান মিডফিল্ডার আলেক্স তেইসেইরাকে পেতে ৩ কোটি ৮০ লাখ পাউন্ড খরচ করে এশিয়ান ট্রান্সফার ফির রেকর্ড গড়েছিল জিয়াংসু সুনিং।

চীনের সুপার লিগে শীর্ষে থাকা গুয়াংজো এভারগ্রান্দের চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে থাকায় বেশ চাপে আছেন সাংহাইয়ের দায়িত্বে থাকা ইংল্যান্ডের সাবেক কোচ সভেন গোরান এরিকসন।

কোপা আমেরিকার শতবর্ষী আসরের গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়া ব্রাজিল দলে থাকলেও একটি ম্যাচ খেলেন গত মৌসুমে জেনিতের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে চার গোল করা হাল্ক।

গত ফেব্রুয়ারির দলবদলের বাজারে চীনের সুপার লিগের ক্লাবগুলো খেলোয়াড় কিনতে ১৯ কোটি ৯৫ লাখ পাউন্ডেরও বেশি খরচ করে।-বিডিনিউজ
২৮ জুন ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে