বুধবার, ২৯ জুন, ২০১৬, ০১:৩৯:৫৪

মেসির এভাবে চলে যাওয়া ফুটবলের জন্যই লজ্জার: সুয়ারেজ

মেসির এভাবে চলে যাওয়া ফুটবলের জন্যই লজ্জার: সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক: মাত্র ২৯ বছর বয়সে বিশ্বসেরা ফুটবলার লিওলেন মেসি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দেন। গত সোমবার কাপো আমেরিকার ফাইনালে যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়াম একটা ট্র্যাজেডির নাম হয়ে থাকবে ফুটবল ইতিহাসে। চিলির বিপক্ষে আর্জেন্টিনার দুঃখজনক পরাজয়ের জন্য নয়। বরং, জাতীয় দলের হয়ে শিরোপা জিততে না পারায় হতাশায় এ গ্রহের সেরা ফুটবলারের অবসর ঘোষণা।

মেসির হঠাৎ এই অবসর ঘোষণা বিশ্বব্যাপি তার কোটি কোটি ভক্তরা যেমন ভেঙে পড়েছেন। তেমন সাবেক এবং বর্তমান থেকে শুরু করে বিশ্বের প্রায় সব ফুটবলার, নেতা, সাবেক বিশ্বচ্যাম্পিয়ন, রাজনীতিবিদ এমনকি ক্রীড়া দুনিয়ার সবাই তাকে এমন সিদ্ধান্ত পরিবর্তণ করার অনুরোধ জানায়।

তবে অন্য সবার চেয়ে মেসিখে ভাল করে বুঝেন তার ক্লাব সতীর্থ, ঘনিষ্ঠ বন্ধু, উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। মেসির বার্সা সতীর্থ তার ইচ্ছাকে সম্মান জানিয়ে বলেন- ‘মেসি কী সিদ্ধান্ত নেবেন সেটা বাছাই করার এখতিয়ার তার নিজের রয়েছে।’

বার্সা স্ট্রইকার মনে করেন মেসি হতাশা থেকে এমন সিদ্ধান্ত নিয়েছে। উরুগুইয়ান স্ট্রাইকার আরও বলেন, ‘তিনি অবশ্যই তার সিদ্ধান্ত পূনর্বিবেচনা করবেন এবং নিজের মত পরিবর্তন করবেন।এবং আমার বিশ্বাস মেসি তার সমর্থকদের হতাশ করবেন না। মেসি অবশ্যই তার সিদ্ধান্ত পরিবর্তন করবেন।’
২৯ জুন ২০১৬/এমটি নিউজ২৪/তারিকুল/টিআই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে