বুধবার, ২৯ জুন, ২০১৬, ০১:৪০:৪৮

আর্জেন্টিনার রাজধানীতে মেসির ভাস্কর্য স্থাপন

আর্জেন্টিনার রাজধানীতে মেসির ভাস্কর্য স্থাপন

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার রাজধানীর বুয়েন্স আয়ারসের মেয়র ভেবেছিলেন এবারের কোপা কাপটা মেসির হাতেই উঠবে। তাই হয়তো বড়সড় পরিকল্পনাও করেছিলেন হোরাসিও রড্রিগুয়েজ।

রাজধানীতে গড়েছিলেন মেসির ভাস্কর্য। শিরোপা নিয়ে দেশে ফিরলেই উন্মোচন করবেন সেই ভাস্কর্য। কিন্তু সে আশায় গুড়েবালি। খালি হাতেই ফিরেছে মেসি-বাহিনী।

কিন্তু তাতে কী ? মেসি যে শুধু মেসিই। তাই মঙ্গলবার উন্মোচন করা হল সেই ভাস্কর্য। সাথে ছিলেন মেসির ভক্তরা।

ভাস্কর্য উন্মোচনের পর মেসিকে তার সিদ্ধান্ত বদলেরও অনুরোধ জানান।

শুধু তা-ই নয়, মেসিকে ফিরিয়ে আনতে সিটি হলে 'ডোন্ট লিভ' ক্যাম্পেইনে যোগ দেন।
সূত্র : ডেইলি মেইল ও মিরর
২৯ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে